নিউইয়র্ক, ৮ নভেম্বরঃ রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি জানাল ইরান। ইউএনআরডব্লিউএ-এর ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ করাসহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে এই দাবি জানিয়েছেন ইউএন-এ নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। তিনি বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং রাষ্ট্রসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের কারণে ইসরাইলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানাচ্ছে ইরান। ইরাভানির মতে, নেতানিয়াহুর কর্মকাণ্ড কেবল মানবাধিকারের গুরুতর লঙ্ঘনই নয়, ক্ষুধাকে ইচ্ছাকৃতভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে। ফিলিস্তিনি জনগণের জন্য অসহনীয় পরিস্থিতি তৈরি করা হয়েছে। ইউএনআরডব্লিউএ’র প্রতি সমর্থন এবং ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
Read More: জার্মানির জোট সরকারে দ্বন্দ্ব, হতে পারে আগাম ভোট
এদিকে সোমবার ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে সরব হয়েছিলেন ইরানের রাষ্ট্রদূত। ইরাভানি বলেছিলেন, এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ত্রাণ অনুশীলনের অবসান ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তার মতো প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করার চেষ্টার তীব্র নিন্দাও জানান তিনি।
প্রসঙ্গত, কদিন আগেই রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি জানিয়েছে মালয়েশিয়া। নেতানিয়াহু সরকারের অপরাধ মূলক কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রসংঘ থেকে তাদের অপসারণ করা উচিত বলে দাবি তোলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরাইলি নৃশংসতা বন্ধের চেষ্টা করবে মালয়েশিয়া। সেইসঙ্গে যাতে ফিলিস্তিনি জনগণের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দেওয়া হয়, তাও নিশ্চিত করবে। ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা ঠেকাতে যত তাড়াতাড়ি সম্ভব শক্তিশালী পদক্ষেপ কার্যকর করতে হবে বিশ্বকে।
1 Comment
Pingback: এখন কী কাজ করবেন কমলা হ্যারিস? – Puber Kalom – Bengali News Daily