ওয়াশিংটন, ৮ নভেম্বরঃ মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন সরকারের মেয়াদের বাকি দিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন কমলা হ্যারিস। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর রানিংমেট জে ডি ভ্যান্সের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং জে ডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন সরকারে জো বাইডেন ও কমলা হ্যারিসের কোনো রাজনৈতিক অবস্থান থাকবে না।
Read More: আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, রাষ্ট্রসংঘ থেকে ইসরাইলের সদস্যপদ বাতিলের দাবি জানাল ইরান
তা ছাড়া ব্রিটেনের মতো মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় ‘বিরোধীদলীয় নেতা’র মতো গুরুত্বপূর্ণ কোনো পদ নেই। সে হিসাবে ক্ষমতা হস্তান্তরের পর কমলা হ্যারিস তাঁর সব সরকারি দায়দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন। তবে এমন নয় যে তিনি কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ডেমোক্রেটিক দলের প্রার্থী ছিলেন কমলা হ্যারিস। রিপাবলিকান দলের হয়ে লড়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ট্রাম্প পেয়েছেন ২৯৫টি, কমলা পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল ভোট।
1 Comment
Pingback: ওয়াশিংটনে ট্রাম্প এলেও বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরবে নাঃ হুংকার ছাত্র-জনতার – Puber Kalom – Bengali News Daily