Tue, July 2, 2024

ই-পেপার দেখুন

জনাদেশকে সম্মান করে ইঞ্জিনিয়ার রশিদের মুক্তির দাবি মুফতির

Puber Kalom

Puber Kalom

Published: 05 June, 2024, 08:52 PM
জনাদেশকে সম্মান করে ইঞ্জিনিয়ার রশিদের মুক্তির দাবি মুফতির

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ জনাদেশকে সম্মান করে বারামুল্লা লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ আব্দুল রশিদ শেখের (যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামে বহুল পরিচিত) মুক্তির দাবি জানালেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি বুধবার সদ্য বিজয়ী জেলবন্দি সাংসদদের অভিনন্দন জানান পিডিপি প্রধান মুফতি

এ দিন মুফতি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সেখানে জম্মু কাশ্মীরের এই নেত্রী লেখেন, 'মিয়ান আলতাফ, আগা রুহুল্লাহ, ইঞ্জিনিয়ার রশিদ এবং হানিফ জানকে লোকসভা নির্বাচনে জয়ের জন্য আন্তরিক অভিনন্দন' একইসঙ্গে মেহবুবা লেখেন, 'ভারত সরকারকে অবশ্যই জনগনের রায়কে সম্মান করে ইঞ্জিনিয়ার রশিদকে মুক্তি দিতে হবে'  

ইঞ্জিনিয়ার রশিদ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বারামুল্লা লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি বর্তমানে তিহার জেলে বন্দি তাঁর বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থসাহায্য করার কাশ্মীরের বিশেষ মর্যদা বিলোপের পূর্বে রশিদ উত্তর কাশ্মীর বিধানসভা কেন্দ্রের বিধায়কও ছিলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে আব্দুল রশিদ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জম্মু ও কাশ্মীর ন্যাশানাল কনফারেন্সের (জেকেএনসি) সহ সভাপতি ওমর আব্দুল্লাহকে ২ লক্ষ ৪ হাজার ১৪২ ভোটে পরাজিত করেন রশিদের প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৭২ হাজার ৪৮১টি জম্মু কাশ্মীরে জেকেএন এবং বিজেপি ২টি করে আসনে জয় লাভ করেন যেখানে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরে বিজেপির ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের শূণ্য হাতেই ফিরতে হয়

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসন লাভ করে যেখানে ২০১৯ সালে ৩০৩টি আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেন ২০১৪ সালের পর এবারই প্রথম মোদির নেতৃত্বে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি সরকার গঠনের জন্য বিজেপিকে এনডিএ জোটের শরিক দলগুলির উপর নির্ভর করতে হচ্ছে বিজেপি সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২ থেকে ৩২টি আসন কম পেয়েছে প্রাথমিকভাবে পদ্ম শিবিরকে নির্ভর করতে হচ্ছে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ) সাংসদদের উপর          

Leave a comment