Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

হকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে যাত্রা শুরু দেশের নয়া ফৌজদারি আইনের

আবুল খায়ের

Published: 01 July, 2024, 03:48 PM
হকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে যাত্রা শুরু দেশের নয়া ফৌজদারি আইনের

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশজুড়ে বিতর্কের জেরে সোমবার থেকে কার্যকর হল নয়া তিন ফৌজদারি আইন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। আর এই আইন প্রযোজ্য হওয়ার পরেই নতুন আইনের আওতায় দায়ের হল প্রথম এফআইআর। দিন আনা দিন খাওয়া এক পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধেই মামলা দায়ের করে যাত্রা শুরু দেশের যুগান্তকারী তিন নয়া আইনের। দিল্লির কমলা মার্কেট থানায় দায়ের হল এই অভিযোগ মামলা রুজু হয়েছে এক হকারের বিরুদ্ধে। অভিযুক্তের নাম পঙ্কজ কুমার(২৩)। বিহারের বারহের বাসিন্দা তিনি। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের ফুট ওভার ব্রিজের নীচে ব্যবসা করেন। এই অভিযোগের তদন্তকারী অফিসার হলেন কমলা নগর থানার সাব ইনস্পেক্টর কার্তিক মীনা।  

 

তাঁর বিরুদ্ধে রাস্তা আটকে ব্যবসা করার অভিযোগ উঠেছে ৷ ভারতীয় ন্যায় সংহিতা আইনের ২৮৫ ধারায় এই হকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ পুলিশ উল্লেখ করেছে, অভিযুক্ত পঙ্কজ কুমার প্রধান সড়কের কাছে একটি ঠেলায় করে তামাক এবং জল বিক্রি করছিলেন ৷ এই ব্যবসার ফলে নিত্যযাত্রীদের অসুবিধায় পড়তে হচ্ছিল । ওই এলাকায় টহলরত পুলিশ অভিযুক্তকে ঠেলাটিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন৷ তবে তিনি পুলিশের কথায় কর্ণপাত না করে রাস্তা আটকে নিজের ব্যবসা চালিয়ে যান। এরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, ১৮৬০ সালে বৃটিশ শাসনকালে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধিতার বদলেই এসেছে ভারতীয় ন্যায় সংহিতা। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৮ টি ধারা রয়েছে (আইপিসি'র ৫১১ টি ধারার পরিবর্তে)সংহিতায় মোট ২০টি নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। ৩৩টি গর্হিত অপরাধের ক্ষেত্রে কারাদণ্ডের সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ৮৩টি অপরাধে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে । ২৩টি অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম শাস্তি প্রবর্তন করা হয়েছে। 

১৮৯৮ সালে তৈরি হয়েছিল ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে ১ জুলাই থেকে জারি হল ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ৫৩১ টি বিভাগ রয়েছে। সিআরপিসিতে ছিল ৪৮৪ টি। সংহিতায় মোট ১৭৭ টি বিধান পরিবর্তন করা হয়েছেনয়টি নতুন ধারার পাশাপাশি ৩৯টি নতুন উপ-ধারা যুক্ত করা হয়েছে। আইনটিতে ৪৪ টি নতুন বিধান এবং স্পষ্টীকরণ সংযুক্ত করা হয়েছে। সংহিতায় মোট ১৪টি ধারা বাতিল ও অপসারণ করা হয়েছে।

১৮৭২ সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বা ভারতীয় সাক্ষ্য আইনের বদলে কার্যকর হল ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় সাক্ষ্য অধিনিয়ামে ১৭০ টি বিধান রয়েছে। মোট  ২৪ টি বিধান পরিবর্তন করা হয়েছে ৷ দুটি নতুন বিধান এবং ছয়টি উপ-বিধান যুক্ত করা হয়েছে। অধিনিয়ামে ছয়টি বিধান বাতিল বা মুছে ফেলা হয়েছে

 

 

 

Leave a comment