লখনই, ১ জুন: উত্তরপ্রদেশে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। ভয়াবহ এই দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত হয়েছেন ১৩ জন। উত্তর প্রদেশের মথুরার ঘটনা। উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। সূত্রের খবর, তিন বছর আগে উত্তর প্রদেশের কৃষ্ণ বিহার কলোনিতে তৈরি হয়েছিল ট্যাঙ্কটি। ওই এলাকার বাসিন্দাদের সুবিধার্থে সেটি তৈরি করা হয়। রবিবার বিকেলে হঠাৎ ট্যাঙ্কটি ভেঙে পড়ে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। দুইজনের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয়দের অনুমান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার খবর পেয়ে দমকল, পুলিশ, পুরসভা ও স্বাস্থ্য দফতর উদ্ধার অভিযানে নামে। মথুরার সিনিয়র সুপারিনটেনজেন্ট অব পুলিশ কুমার পাণ্ড জানিয়েছেন, ভারী বৃষ্টির কারণে এই দুর্ঘটনা। NDRF ও SDRF-কে খবর দেওয়া হয়েছে।
এদিকে কলোনির বাসিন্দারা বলেন, ট্যাঙ্কটি তৈরি হওয়ার সময় স্থানীয়রা বিষয়টির বিরোধিতা করেছিলেন। কারণ সেটি কলোনির মাঝখানে তৈরি করা হচ্ছিল। আপত্তির সত্ত্বেও জল নিগম ট্যাঙ্কটি নির্মাণ করেন। জলের ট্যাঙ্কে সম্প্রতি ফুটো ধরা পড়েছিল।
সুপ্রিম ধাক্কা নীতিশ সরকারের, সংরক্ষণ মামলায় হাইকোর্টের রায়কে বহাল রাখল শীর্ষ আদালত
আদিবাসী মহিলাদের সিঁদূর ও মঙ্গলসূত্র পরতে নিষেধ, রাজস্থানে বরখাস্ত শিক্ষিকা
হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ড, স্থগিত কেদারনাথ যাত্রা
ছয় কোটি টাকা ব্যয়ে ট্যাঙ্কটি তৈরি করা হয়েছিল। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক শৈলেন্দ্রকুমার সিং জানিয়েছেন, আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যোগী সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।