Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

তাজ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড

News Desk

Published: 03 June, 2024, 07:52 PM
তাজ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড

 

 


 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ যাত্রীবাহী চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল সোমবার বিকেলে ১২২৮০ নং তাজ এক্সপ্রেসের তিনটি বগিতে আচমকাই ভয়াবহ আগুন লেগে যায় ট্রেনে আগুন লেগেছে জানতে পেরেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই

রেল সূত্রে জানা গিয়েছে, তাজ এক্সপ্রেসে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায় তুঘলকাবাদ ও ওখলা স্টেশনের মাঝামাঝি দিল্লির সরিতা বিহারের ঘটনা উত্তর রেলওয়ের সিপিআরও জানিয়েছেন, ট্রেন থেকে নিরাপদে সমস্ত যাত্রীকে নামিয়ে আনা সম্ভব হয়েছে

দিল্লির দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন রেলের ডিসিপি কেপিএস মালহোত্রাও জানিয়েছেন, ট্রেনের ক্ষতি হলেও সমস্ত যাত্রীই নিরাপদ মালহোত্রার কথায়, ট্রেনে আগুন লাগার খবর আমরা জানতে পারি বিকেল ৪টে ৪১ মিনিটে প্রথমে দেখা গিয়েছিল তিনটি বগিতে আগুন লেগেছে ট্রেনটি থামিয়ে দেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে যে বগিগুলিতে আগুন লেগেছিল সেই বগিতে থাকা যাত্রীরা হয় অন্য বগিতে চলে গিয়েছিলেন, অনেকে ট্রেন থেকে নেমেও গিয়েছিলেন কী কারণে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন, আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন ট্রেনের ডি৩, ডি৪,ডি২ নম্বর বগিতে আগুন ধরে যায় যদিও কীভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি

 

 

 

Leave a comment