Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

মোদিজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয় : রাহুল

ইমামা খাতুন

Published: 02 July, 2024, 08:17 PM
মোদিজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয় : রাহুল

 

পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদে রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হল রাহুল গান্ধির বিতর্কিত ‘হিন্দু’ মন্তব্য। সোমবার বিরোধী দলনেতা হিসাবে নিজের ভাষণে রাহুল বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি। এই মন্তব্য ঘিরে উত্তাল হয়ে ওঠে লোকসভা। রাহুলের আঘাত সহ্য করতে না পেরে মঙ্গলবার বিরোধী দল নেতার একাধিক মন্তব্য বাতিল করে দিলেন স্পিকার ওম বিড়লা। সংসদে ঢোকার আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, ‘মোদিজির জমানায় সত্যের কণ্ঠরোধ করা হয়। কিন্তু বাস্তবে সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। তারা যত খুশি কণ্ঠরোধ করার চেষ্টা করুক না কেন, আমার যা বলার, তা-ই বলেছি। সত্যিটা সত্যিই।’
বিরোধী দলনেতা হিসাবে সোমবার রাহুল যেভাবে বিজেপিকে বিঁধেছে তা সহ্য করতে পারেনি বিজেপি। ‘মুখর’ নরেন্দ্র মোদিকেও বড্ড অপ্রতিভ দেখিয়েছিল সোমবার। ‘হিন্দুত্ব’, নিট এবং অগ্নিপথ প্রকল্প নিয়ে রাহুল যে ভাষায় অভিযোগ করেছেন,তার জবাব ছিল না বিজেপির কাছে। ফলে একদিন বাদে লোকসভার রেকর্ড থেকে রাহুলের মন্তব্য মুছে দিয়েই কি ঝাল মেটালেন ওম বিড়লা? সে প্রশ্নও তুলছেন অনেকে। 
হিন্দু, নরেন্দ্র মোদি, বিজেপি এবং আরএসএস নিয়ে রাহুল যে মন্তব্য করেছিলেন, স্পিকার ওম বিড়লার নির্দেশে তা সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, শিল্পপতি আদানি, আম্বানী এবং অগ্নিপথ প্রকল্প নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেগুলিও কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সোমবার সংসদে রাহুল বলেন, ‘এই দেশ ভয়ের দেশ নয়।

আমাদের পূর্বপুরুষরা অহিংসার কথা বলেছেন। ভগবান শিব তাঁর গলায় সাপ নিলেও তাঁকে দেখা যায় অভয়মুদ্রায়। যার অর্থ ভয় পেয়ো না। অন্যদিকে, যারা নিজেদের হিন্দু বলছে তাঁরা দিনরাত শুধু হিংসা, অসত্য ও ঘৃণা ছড়িয়ে চলেছে। আপনারা (বিজেপি) হিন্দুই নয়। হিন্দুধর্মে স্পষ্ট লেখা হয়েছে, সত্যের সঙ্গে দাঁড়াও। সত্যের জন্য লড়াই করো। একইসঙ্গে তিনি জানান, ‘বিজেপি কিংবা আরএসএস সমগ্র হিন্দু সমাজ নয়।’ 
 

Leave a comment