Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

সাংসদ পদে শপথের অনুমতি জেলবন্দি রশীদকে, ৫ জুলাই শপথ নিতে পারেন বারামুল্লার সাংসদ

Kibria Ansary

Published: 02 July, 2024, 07:43 PM
সাংসদ পদে শপথের অনুমতি জেলবন্দি রশীদকে, ৫ জুলাই শপথ নিতে পারেন বারামুল্লার সাংসদ

পুবের কলম, ওয়েবডেস্ক: সাংসদ পদে শপথের অনুমতি পেলেন কাশ্মীরের জেলবন্দি নেতা ইঞ্জিনিয়ার আবদুল রশীদ। লোকসভা নির্বাচনে এমপি পদে শপথের অনুমতি দিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

ইঞ্জিনিয়ার আবদুল রশীদের প্রকৃত নাম শেখ আবদুল রশীদ। লোকসভা নির্বাচনে বারামুল্লা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যদিও সেই সময় জেলবন্দি ছিলেন রশীদ। তারপরেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বারামুল্লা আসনে জয়ী হন। এবার তাকে এমপি পদে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে এনআইএ। তবে, তিনি কবে শপথ নেবেন তা এখনও জানানো হয়নি। তবে দিল্লি আদালতের চূড়ান্ত আদেশের জন্য অপেক্ষা করতে হবে বারামুল্লার সাংসদকে। আগামী ৫ জুলাই এমপি পদে শপথ নিতে পারেন তিনি বলে খবর।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন বিধায়ক ছিলেন তিনি। ২০১৯ সালে সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগে গ্রেফতার হন রশীদ। তিনি তিহার জেলে আছেন। এ অবস্থায় ‍তিনি লোকসভা নির্বাচনে অংশ নেন। তার পক্ষ থেকে দুই ছেলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। পরে তিনি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে ২ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করতে সক্ষম হয়েছেন। লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি শর্তসাপেক্ষে মুক্তি বা কিছুদিনের জন্য জামিন আবেদন করেন, যাতে শপথ নিতে পারেন।

দেশ - এর থেকে আরোও খবর

Baramulla MP allowed to take oath as MP

Leave a comment