Wed, June 26, 2024

ই-পেপার দেখুন

সম্বিতের পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে: রাহুল

Puber Kalom

Puber Kalom

Published: 21 May, 2024, 09:20 PM
সম্বিতের পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে: রাহুল

পুবের কলম,ওয়েবডেস্ক: জগন্নাথধামে দাঁড়িয়ে ‘প্রভু জগন্নাথও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত’ বলার ফল কতটা মারাত্মক হতে পারে, তা শেষ পর্যন্ত বুজতে পারলেন পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। মোদির প্রশস্তি করতে গিয়ে তিনি যে জগন্নাথকে অপমান করছেন তাও প্রথম ঠাহর করতে পারেননি এই মুখর বিজেপি নেতা। সম্বিৎ ফিরতেই তিনি বোঝেন হাল খারাপ। এমন মন্তব্য করার ফল হয়ত ভুগতে হবে। ওড়িশা তথা দেশের হিন্দুরা বিজেপিকে ছেড়ে দেবে না। ফলে সম্বিৎ ফিরতেই প্রকাশ্যে ক্ষমা চাইলেন সম্বিত। সেই সঙ্গে জানালেন, এই ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন তিনদিন উপবাস করে।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক ভিডিয়োয় সম্বিত বলেছেন, ‘আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি।

 

ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুলবশত ‘ভগবান শ্রীজগন্নাথের ভক্ত মোদি’ বলার বদলে ‘মোদির ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।’

বিজেপি প্রার্থীর এই মন্তব্যের কড়া নিন্দা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও রাহুল গান্ধি। রাহুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী যখন নিজেকে সম্রাট ভাবতে শুরু করেন এবং পার্ষদরা তাঁকে ভগবান ভাবতে শুরু করেন, তখন বোঝা যায় পাপের লঙ্কার পতন ঘনিয়ে এসেছে।’ তিনি আরও বলেন, ‘ মুষ্টিমেয় বিজেপির নেতাদের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করার অধিকার কে দিয়েছে?’

অনেকে বলেছেন এই নিয়ে ওড়িশা জুড়ে সমালোচনার ঝড় বয়েছে। লোকসভা ভোটে এর কতটা প্রভাব পড়ে সেটাই দেখার। সম্বিতের ‘মুখ ফস্কে’ ভুল কি মাফ করবে জনতা? বিজেপি মনে করছে তারা ওড়িশায় ভালো ফল করবে। কিন্তু সম্বিতের মন্তব্য খেলা ঘুরিয়ে দিতে পারে বলেও আশংকা করছেন বিজেপি কর্মী-সমর্থকরা।

অনেকে বলছেন এটা অকস্মাৎ হয়নি। নরেন্দ্র মোদি এই সংস্কৃতি তৈরি করেছেন। স্বয়ং মোদি নিজেকে ঈশ্বরের বরপুত্র বলে দাবি করেছেন। বারাণসীতে মনোনয়ন পেশ করতে গিয়ে তিনি বলেন, ‘মা গঙ্গা নে মুঝে গোদ লিয়া হ্যায়। মোদিকে রামের সঙ্গে তুলনা করেছিলেন শিশির অধিকারী। শিবের নামে যেভাবে স্লোগান দেওয়া হয়, সেভাবে মোদির নামে স্লোগান দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা। সে কারণেই সম্বিৎ পাত্রের মত লোকেরা জগন্নাথকেও মোদি ভক্ত বলে বসলেন। বলছেন অনেকেই।

Leave a comment