Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

Kibria Ansary

Published: 26 June, 2024, 04:46 PM
ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ জুন: আবগারি দুর্নীতি মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, বুধবার দিল্লির একটি আদালত সিবিআইকে কেজরিওয়ালকে গ্রেফতারের অনুমতি দেয়। বিচারক অমিতাভ রাওয়াতের নির্দেশে কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এর আগে গতকাল মঙ্গলবার তদন্তকারী সংস্থাটি তিহার জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করে।
 উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। গত ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের জন্য এই তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন শীর্ষ আদালত। সেই জামিনের মেয়াদ শেষ হলে তাঁকে ফের জেলে যেতে হয়।

এদিকে ২০ জুন বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরির জামিন মঞ্জুর করে। তবে কেজরিওয়ালের জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল ইডি; যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরিওয়ালকে জামিন দেন সেদিন। পরদিন শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট। এরপরই আপ প্রধান দিল্লি হাইকোর্টের জামিন স্থগিতের আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।

দেশ - এর থেকে আরোও খবর

Kejriwal arrested by CBI after ED Delhi Chief Minister

Leave a comment