Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ধ্বনিভোটে কেন স্পিকার বাছাই করা হল- প্রশ্ন অভিষেকের

আবুল খায়ের

Published: 26 June, 2024, 05:13 PM
ধ্বনিভোটে কেন স্পিকার বাছাই করা হল- প্রশ্ন অভিষেকের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ স্পিকার নির্বাচন নিয়ে শুরু থেকেই বিপাকে বিজেপি। বুধবার সকাল ১১টাই ধবনি ভোটে জয়ী হয়ে ফের স্পিকার হলেন রাজস্থানের সাংসদ ওম বিড়লা। তবে স্পিকার নির্বাচন নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি প্রোটেম স্পিকার রীতি ভেঙে এক তরফাভাবে ওম বিড়লাকে স্পিকার হিসাবে ঘোষণা করেন। নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে আওয়াজ  তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংসদের কোনও সদস্য যদি ডিভিশনচান, তাহলে প্রোটেম স্পিকারের উচিত ডিভিশনের ব্যবস্থা করা। তিনি জানিয়েছেন, লোকসভার ফুটেজ দেখলেই বোঝা যাবে, বিরোধী দলের অনেক সাংসদই এদিন ডিভিশন’-এর মাধ্যমে স্পিকার বাছাই করতে চেয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, 'এই পরিস্থিতিই বলে দিচ্ছে, বিজেপির হাতে যথেষ্ট সাংসদ নেই।' অবৈধ, অসাংবিধানিক ও অনৈতিকভাবে সরকার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিরোধীরা চাইলেও ধ্বনিভোটেই কেন স্পিকার বাছাই করা হল? এই প্রশ্নের মুখে অভিষেক বলেন, 'এ ব্যাপারে প্রোটেম স্পিকারকে প্রশ্ন করুন। উনি চেয়ারে বসেছিলেন, উনিই উত্তর দিতে পারবেন।' আরও স্পষ্ট করে অভিষেক বলেন, 'নিয়ম হল ৫০০ জন সদস্যের মধ্যে একজন চাইলেও ডিভিশনএর মাধ্যমে ভোটাভুটির ব্যবস্থা করা উচিত।' আর এদিন কংগ্রেস-সহ একাধিক দল ডিভিশনচেয়েছিল বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ধ্বনিভোটের ক্ষেত্রে হ্যাঁবা না’- কোনটার সংখ্যা বেশি, তার উপর ভিত্তি করেই নির্বাচন হয়, আর ডিভিশনের ক্ষেত্রে সংসদের প্রত্যেক সদস্য ইলেকট্রনিক মেশিনে ভোট দিয়ে নিজেদের মত জানাতে পারেন।

 

এদিন সকাল ১১টাতেই ধ্বনিভোটে স্পিকার পদে নির্বাচিত হন এনডিএ মনোনীত প্রার্থী ওম বিড়লাই। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিনন্দন জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। তাঁরা ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান।

Leave a comment