Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

‘সমস্ত বুথফেরত সমীক্ষা ভুয়ো’, বিরোধী হাওয়া প্রবল দাবি পরাকলা প্রভাকরের

Puber Kalom

Puber Kalom

Published: 03 June, 2024, 03:05 PM
‘সমস্ত বুথফেরত সমীক্ষা ভুয়ো’, বিরোধী হাওয়া প্রবল দাবি পরাকলা প্রভাকরের

অমরাবতী, ৩ জুন: শনিবার দেশজুড়ে সম্পূর্ণ হয়েছে শেষ দফার ভোটগ্রহণ। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দিয়েছে ফের ক্ষমতায় আসছে মোদি। এবার এই সমস্ত বুথফেরত সমীক্ষাকে ভুয়ো বলে দাবি করলেন নির্মলা সীতারমনের স্বামী পরাকলা প্রভাকর। অন্ধ্র প্রদেশের এক বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ। সেখানেই পরাকলা প্রভাকর বলেন, ‘এই বুথফেরত সমীক্ষাগুলি ভুয়ো। নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে চোরাস্রোত কাজ করছে। শাসকবিরোধী হাওয়া প্রবল।’ এক্সিট পোলের ফলাফলে NDA-কে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে দেখানো হয়েছে। তবে বুথ ফেরত সমীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রভাকর।

বুথফেরত সমীক্ষা রিপোর্টকে সার্বিকভাবে উড়িয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে শুরু করে রেবন্ত রেড্ডি এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই এক্সিট পোলের ফলাফলকে উড়িয়ে দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, ‘এটা এক্সিট পোল নয়। এটা মোদি মিডিয়া পোল। ফ্যান্টাসি পোল। আমরা ২৯৫ আসন পাব।’ বুথ ফেরত সমীক্ষাকে তীব্র আক্রমণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ২০১৬ দেখেছি। পেরিয়ে এসেছি ২০১৯ এবং ২০২১। এই তিনটি নির্বাচনেই আমি বুথ ফেরত সমীক্ষার বিপরীতে সম্পূর্ণ ভিন্ন এক ফলাফলের সাক্ষী থেকেছি। মিডিয়া যদি MODIA হয়ে যায়, তাহলে সেটি খুবই দুর্ভাগ্যজনক গণতন্ত্রের স্বার্থে।” এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৪ জুন এক সূর্যোদয়ের সাক্ষী থাকবে বাংলা-সহ গোটা দেশ।

Leave a comment