Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

হিন্ডেনবার্গকে শো-কজের নোটিশ সেবির

Bipasha Chakraborty

Published: 03 July, 2024, 08:42 PM
হিন্ডেনবার্গকে শো-কজের নোটিশ সেবির

 

নয়াদিল্লি, ৩ জুলাই: হিন্ডেনবার্গকে শো-কজের নোটিশ ধরালো সেবি। গতবছরের জানুয়ারি থেকে কারচুপি, জালিয়াতির অভিযোগ তুলে শিল্পপতি আদানির নামে একগুচ্ছ রিপোর্ট সামনে আনে হিন্ডেনবার্গ। দেশজুড়ে তোলপাড় শুরু হয়। রিপোর্টের পরেই কিছুটা হলেও ব্যাকফুটে চলে যান আদানি গ্রুপ। বাজারে জোর ধাক্কা খায় আদানি গ্রুপের শেয়ার। গ্রুপের মার্কেট ক্যাপ প্রায় ১৫০ বিলিয়ন ডলার কমে যায়। ধনী তালিকা থেকেও বেরিয়ে যান গৌতম আদানি। 

ধনকুবের ব্যবসায়ী আদানি গ্রুপের সঙ্গে সংখ্যতার কথা তুলে সংসদে মোদি সরকারের তুলোধনায় নামে বিরোধীরা। 

সেবির শো-কজের নোটিশ ফের সামনে নিয়ে এল হিন্ডেনবার্গ-আদানি দ্বন্দ্ব। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি হিন্ডেনবার্গ রিসার্চকে ৪৬ পৃষ্ঠার কারণ দর্শানোর একটি নোটিশ জারি করতেই ফের খবরের শিরোনামে আমেরিকান শর্ট সেলার ফার্ম হিন্ডেনবার্গ। 

২০২৩ সালের জানুয়ারি মাসে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ তুলে হিন্ডেনবার্গ রিসার্চ ১০৬ পৃষ্ঠার একটি রিপোর্ট জমা দিয়েছিল।  

তবে সেবির এই নোটিশে ক্ষুব্ধ হিন্ডেনবার্গ। মার্কিন সংস্থাটি সেবি-র এই নোটিশকে ভয় দেখানোর চেষ্টা বলেও তোপ দেগেছে। যদিও সেবির তরফে স্পষ্টতই ওই রিপোর্টের কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। সেবির তরফে দাবি করা হয়েছে, হিন্ডেবার্গের রিপোর্টের জেরে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

Leave a comment