Fri, July 5, 2024

ই-পেপার দেখুন

হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ২৭, আহত শতাধিক

ইমামা খাতুন

Published: 02 July, 2024, 06:06 PM
হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ২৭, আহত শতাধিক

পুবের কলম,ওয়েবডেস্ক: যোগীরাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু কমপক্ষে ২৭ জনের। তাদের মধ্যে ৩ জন শিশু ও দুই জন পুরুষ রয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা। আহত শতাশিক। 

তবে অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ৭৫ জনের অধিক। ঘটনাটি ঘটেছে  হাথরাসের রথিভানপুরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, উক্ত এলাকায়  ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই ছুটোছুটি লেগে যায়। বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। 

আলিগড় রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল শলভ মাথুর বলেন, 'এটা ছিল ভোলে বাবা নামে এক ধর্ম প্রচারকের সৎসঙ্গ সভা। মঙ্গলবার বিকেলে এটাহ ও হাথরাস জেলার সীমান্তে জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়। একসঙ্গে প্রচুর মানুষ জমায়েত করেছিলেন ওই সভায়। কী কারণে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, তা জানার চেষ্টা চলছে। দেহগুলিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। 

 এত বড় দুর্ঘটনার কথা জানতে পেরেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ঘটনাস্থলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মৃতদের প্রতি শোকজ্ঞাপন করেছেন যোগী আদিত্যনাথ। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Leave a comment