Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

নিট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে পড়ুয়া-অভিভাবকদের পরামর্শ চাইছে শিক্ষামন্ত্রক, চালু বিশেষ ওয়েবসাইট

Kibria Ansary

Published: 28 June, 2024, 03:35 PM
নিট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা আনতে পড়ুয়া-অভিভাবকদের পরামর্শ চাইছে শিক্ষামন্ত্রক, চালু বিশেষ ওয়েবসাইট

নয়াদিল্লি, ২৮ জুন: নিট যেন ক্রমাগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্ৰ সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রকে এবিষয়ে ঘিরতে শুরু করেছে বিরোধী জোট ইন্ডিয়া। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে নিট কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। নিটের তদন্তের দায়িত্ব পেয়ে বিহার, গুজরাত ও রাজস্থান পুলিশের দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। গত ৫ জুন এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। তারপর থেকেই পরীক্ষা প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বিহার থেকে চারজন, মহারাষ্ট্রে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে নিট-এর প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ্ব করতে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই কমিটির প্রধান করা হয়েছে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণনকে। এবার নিট পরীক্ষার সংস্কার ও পুনর্গঠনের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইলেন উচ্চপর্যায়ের কমিটি। ইতিমধ্যে একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে পরামর্শ এবং প্রতিক্রিয়া গ্রহণ করবেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। ( https://innovateindia.mygov.in/examination-reforms-nta/ ) ওয়েবসাইটে আগামী ৭ জুলাই পর্যন্ত নিট সংক্রান্ত মতামত ও পরামর্শ জানাতে পারবেন অভিভাবক থেকে পড়ুয়ারা।

প্রসঙ্গত, গোটা দেশের ৪ হাজার ৭৫০ সেন্টারে প্রায় ২৪ লাখ পড়ুয়া মেডিক্যালের এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন শহরে পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পড়ুয়ারা। অনিয়ম নিয়ে যথাযথ তদন্তের দাবিতে সরব হয়েছে তারা। নিট পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

Leave a comment