Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

অবসরের ঠিক  আগেই গোয়েন্দা প্রধান তপন ডেকার কার্যকালের মেয়াদ বাড়ালো কেন্দ্র

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 07:08 PM
অবসরের ঠিক  আগেই গোয়েন্দা প্রধান তপন ডেকার কার্যকালের মেয়াদ বাড়ালো কেন্দ্র


নয়াদিল্লি, ২৫ জুন: আইবি প্রধান তপন ডেকার মেয়াদ বাড়লো। অবসরের ঠিক আগেই গোয়েন্দা প্রধানের মেয়াদ এক বছর বাড়িয়ে দিল কেন্দ্র সরকার। ১৯৮৮ ব্যাচের আইপিএস ডেকার আগামী ৩০ জুন অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক তাঁর কার্যকালের মেয়াদ এক বছর বাড়ানোর কথা ঘোষণা করেছে। 
২০২২ সালে ১ জুলাই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর নতুন প্রধান হন প্রবীণ আইপিএস অফিসার তপন ডেকা। সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি সংগঠন, মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই আইপিএস অফিসারের। আইবি যুগ্ম ডিরেক্টর থাকার সময়েও দক্ষতার সঙ্গে কাজ করেছেন তিনি। ভারতের হয়ে আমেরিকাতেও কাজে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। ২৬/১১ হামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই আইপিএস অফিসার। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে সরকারি কাজে রয়েছেন তপন ডেকা। ১৯৯০ সাল থেকেই তিনি উত্তর-পূর্ব ভারতে জঙ্গি এবং মাওবাদীদের দমনে কাজের জন্য বিভিন্ন মহলের প্রশংসা কুড়িয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ‘দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট (১৯৪৬)’ এবং ‘সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন অ্যাক্ট (২০০৩)’ অনুযায়ী আইবি প্রধানের কার্যকালের মেয়াদ ছিল দু’বছর। কিন্তু নরেন্দ্র মোদি সরকারের আমলের নতুন আইন অনুযায়ী তিন দফায় আরও এক বছর করে মেয়াদ বাড়ানো যাবে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা শীর্ষ আধিকারিকদের। আইবি প্রধান পদে ডেকার পূর্বসূরি অরবিন্দ কুমারের কার্যকালের মেয়াদও এক বছর বাড়িয়েছিল মোদি সরকার। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের সাধারণ সচিব ভারত লালের মেয়াদও এক বছর বাড়িয়েছে কেন্দ্র সরকার। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আগেই পুনরায় নিযুক্ত করেছে কেন্দ্র। 

Leave a comment