Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

Kibria Ansary

Published: 26 June, 2024, 01:36 PM
লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ জুন: ভোটাভুটির মাধ্যমে লোকসভার স্পিকার নির্বাচিত হল। শাসক-বিরোধী লড়াই উত্তাল হয় সংসদ। এনডিএ-এর মনোনীত প্রার্থী ওম বিড়লার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ইন্ডিয়া জোটের কে সুরেশ। সকাল ১১টা থেকে সংসদে শুরু হয় ভোটাভুটি। স্বাধীনতার পর এই নিয়ে তৃতীয়বার লোকসভার স্পিকার নির্বাচন হল। তবে এদিন ভোটাভুটি রায় গিয়েছে এনডিএ প্রার্থীর ওম বিড়লার পক্ষেই। এনডিএ প্রার্থীর সমর্থন ছিল ২৯৭ জন, বিরোধী প্রার্থীর সমর্থন ছিল ২৩২ জন।


বুধবার সংসদ অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, 'সংসদে আমরা সকলেই সহকর্মী। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমরা ভেবেছিলাম আমাদের দেওয়া প্রস্তাব ভালোভাবেই গ্রহণ করবে বিরোধীরা।'

এদিকে, ভোটাভুটির আগে মুখ খুলেছেন কে সুরেশও। ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থীর কথায়, 'বিরোধীরা এককাট্টা রয়েছে। আমিও আত্মবিশ্বাসী। নম্বরটা বড় কথা নয়। গণতন্ত্রে বুলডোজার চালানোর যে নীতি নেওয়া হয়েছে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে। আমরা ভোটাভুটির দিকেই যেতে আগ্রহী।' কে সুরেশ আরও বলেন, 'বিরোধী জোটের শরিকদের মধ্যে কোনও মতানৈক্য নেই। গতকালের বৈঠকে সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।'

দেশ - এর থেকে আরোও খবর

Om Birla Speaker of the Lok Sabha

Leave a comment