Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

অসমে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, ৩৪ জনের মৃত্যু, দুর্ভোগে পড়েছে প্রায় ৬ লাখ মানুষ

Kibria Ansary

Published: 02 July, 2024, 06:37 PM
অসমে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, ৩৪ জনের মৃত্যু, দুর্ভোগে পড়েছে প্রায় ৬ লাখ মানুষ

গুয়াহাটি, ২ জুলাই: অসমে ভারি বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা। ভয়াবহ বন্যার কবলে পড়ে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর কবর মিলেছে। প্রশাসন জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বেশ কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বন্যার পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছে প্রায় ৬ লাখ মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জন বাসিন্দার।
 অসমের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেন, রাজ্যের মোট ৩৫টি জেলার মধ্যে ১৯টি জেলা বন্যায় বিপর্যস্ত। এই পরিস্থিতিতে রাজ্যের হাজার হাজার মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন। আগামী তিন-চার দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
 প্রসঙ্গত, প্রতিবছর বর্ষা মৌসুমে অসম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়। এতে জনজীবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর আগে ২০২২ সালে অসম রাজ্যে তীব্র বন্যায় প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। কমপক্ষে ৪৫ জনের প্রাণহানি হয়।

Leave a comment