Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

বিজেপির বিদ্বেষ প্রচারের বিরুদ্ধে সমাজকর্মীদের যৌথ বিবৃতি

আবুল খায়ের

Published: 02 July, 2024, 05:11 PM
বিজেপির বিদ্বেষ প্রচারের বিরুদ্ধে সমাজকর্মীদের যৌথ বিবৃতি

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশে বিভেদমূলক ঘৃণা ভাষণের উত্তরোত্তরবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন বিশিষ্ট সমাজকর্মীরা। সোমবার এক বিবৃতি জারি করে সমাজকর্মীরা জানিয়েছেন, সাম্প্রতিক শেষ হওয়া লোকসভা নির্বাচনে দেশের নির্বাচকমণ্ডলী বিদ্বেষের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট রায় দিয়েছেন। অথচ কেন্দ্রের বিজেপি পরিচালিত এনডিএ সরকার নাগরিকদের সেই রায়কে অস্বীকার করছে। সমাজকর্মীরা বলেন, বিজেপির কেন্দ্র ও রাজ্যস্তরের নেতারা তাদের পরাজয়ের জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে কাঠগড়ায় তুলছে। প্রধানমন্ত্রী থেকে সবস্তরের বিজেপি নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। এটি একটি উদ্বেগজনক প্রবণতা বলেই মনে করছে প্রতিবাদীরা।

সমাজকর্মীদের যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ডাঃ জি জি পারিখ, মেধা পাটকর, তুষার গান্ধি, ফারহার ফ্রেজার, ডাঃ সুনিলাম, তিস্তা শেতলাবাদ, শবনম হাসমি, অবসরপ্রাপ্ত বিচারপতি কোলসে পাতিল, ইরফান ইঞ্জিনিয়ার, ডলফি ডি'সুজা, ফিরোজ মিথিবোরেওয়ালা এবং গুড্ডি।

স্বাক্ষরকারী সমাজকর্মীরা সংসদে অবিলম্বে সমস্যাটির উত্থাপন করার জন্য বিরোধী দলের  সমস্ত সাংসদদের কাছে আবেদন করেছে। বিবৃতিতে তারা সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হিংসার ঘটনার নিন্দা করেছেন। পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে দাবি জানানো হয়েছে, বিরোধী জোট ইণ্ডিয়ার সব শরিকদলকে সংসদের ভিতরে এবং বাইরে বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে সরব হওয়ার আবেদন জানানো হয়েছে। সমাজকর্মীরা তাদের বিবৃতিতে বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিজেই সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক এবং অপ্রমাণিত বিভিন্ন মন্তব্য করছেন। বিশিষ্টদের প্রস্তাব, সর্বোচ্চ আদালত স্বতঃপ্রণোদিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় যাতে ব্যবস্থা নেয়।      সমাজকর্মীদের আবেদন, ভারতের নাগরিকো হিসাবে আমরা দেশের সংখ্যালঘু ভাই ও বোনদের আশ্বস্ত করছি এই বিপদের সময়ে আমরা তাদের পাশে আছি। তারা যাতে কোনও অবস্থায় নিজেদের বিচ্ছিন্ন না ভাবে।

Leave a comment