Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

রামায়ণের ঘটনার ভিত্তিতে নাটক করার অপরাধে পড়ুয়াদের ১.২ লক্ষ টাকা জরিমানার নোটিশ আইআইটি বোম্বের

আবুল খায়ের

Published: 20 June, 2024, 11:43 AM
রামায়ণের ঘটনার ভিত্তিতে নাটক করার অপরাধে পড়ুয়াদের  ১.২ লক্ষ টাকা জরিমানার নোটিশ আইআইটি বোম্বের

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নাটক করার অপরাধে পড়ুয়াদের বিরুদ্ধে বিপুল পরিমাণ জরিমানা ধার্য্য করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বোম্বে।

জানা গেছে, চলতি বছরের ৩১ মার্চ দেশের অভিজাত এই শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পারফর্মিং আর্ট ফেস্টিভ্যালে রামায়ণের উপর ভিত্তিতে করে রচিত নাটক 'রাহোভান' মঞ্চস্থ করা হয়। তারপরেই অভিযোগ উঠতে থাকে যে, নাটকের মধ্যে দিয়ে ভগবান রামকে অবমাননা করা হয়েছে এবং হিন্দু সংস্কৃতিকে আঘাত করা হয়েছে। সামাজিক মাধ্যমেও এই নাটকটির বিরুদ্ধে আওয়াজ তোলা হয়। এই অভিযোগের ভিত্তিতে গত ৮ মে শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্তের ভিত্তিতে গত ৪ জুন ১ লক্ষ ২০ হাজার টাকার জরিমানার নোটিশ জারি করা হয়। ধার্য্য করা জরিমানা অর্থের পরিমাণ প্রায় একটি সেমিস্টার ফির সমতুল্য।

নাটকের সঙ্গে যুক্ত প্রায় ৮ জন পড়ুয়ার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই বিষয়ে জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও প্রতিক্রিয়া জানান নি। 

উল্লেখ্য, ২০২৫ সালে গ্লোবাল কিউএস র‌্যাঙ্কিংয়ে আইআইটি বোম্বে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করে।

Leave a comment