Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

আইসক্রিমের মধ্যে 'কাটা আঙুল', আসল ঘটনা জানালো পুলিশ

Bipasha Chakraborty

Published: 19 June, 2024, 07:25 PM
আইসক্রিমের মধ্যে 'কাটা আঙুল', আসল ঘটনা জানালো পুলিশ


মুম্বই, ১৯ জুন: আইসক্রিমের মধ্যে 'কাটা আঙুল' পাওয়ার ঘটনায় রহস্য উন্মোচন করল পুলিশ। মুম্বইয়ের মালাডের বাসিন্দা ২৬ বছরের পেশায় ডাক্তার ব্রেন্ডন ফেরাও  নামকরা এক আইসক্রিমের দোকান থেকে আইসক্রিমের 'কোন' অর্ডার করেছিলেন। সেই আইসক্রিম খেতে গিয়ে হাড়হিম করা ঘটনার শিকার হন তিনি। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। 
পুলিশ জানিয়েছে, পুনের ইয়াম্মো আইসক্রিম কারখানার একজন কর্মী দুর্ঘটনায় আঙুলে আঘাত পেয়েছিলেন, কাটা আঙুলটি তার হতে পারে। তবে পুলিশ এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানাতে পারেনি। তবে সেই কাটা আঙুল ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। 
খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ, পুনের আইসক্রিম কোম্পানির আঞ্চলিক অফিসটির লাইসেন্স বাতিল করেছে। তবে ইন্দপুরে একটি অফিস রয়েছে, তার কেন্দ্রীয় লাইসেন্স রয়েছে।

Leave a comment