Tue, July 9, 2024

ই-পেপার দেখুন

আদানি কাণ্ড : সেবির শোকজ নোটিশকে ‘ননসেন্স’ বলল হিন্ডেনবার্গ

ইমামা খাতুন

Published: 02 July, 2024, 08:06 PM
আদানি কাণ্ড : সেবির শোকজ নোটিশকে ‘ননসেন্স’ বলল হিন্ডেনবার্গ

 

 

 পুবের কলম,ওয়েবডেস্ক: আদানিদের বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি, আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠে এসেছিল হিন্ডেনবার্গ রিপোর্টে। বিজেপির লোকেরা আদানির বিরুদ্ধে অভিযোগকে দেশের বিরুদ্ধে অভিযোগ বলে চিৎকার করেছিল। কেন্দ্র সরকারের ‘নৈতিক’ সমর্থনও পেয়েছিল আদানি গোষ্ঠি। সংখ্যার বলে বিরোধীদের অভিযোগকে তখন পাত্তা দেয়নি মোদি সরকার। যে দু’জন সাংসদ আদানির বিরুদ্ধে সবথেকে বেশি সরব হয়েছিলেন তাদের কণ্ঠরোধে করার পাকা বন্দোবস্ত করা হয়েছিল। রাহুলকে জেলে পাঠাবার সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। তাঁকে বাড়ি থেকেও উচ্ছেদও করা হয়েছিল। সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। মোদি ঘনিষ্ঠ আদানির পাশে দাঁড়িয়েছিল সেবি। এবার আদানি-রিপোর্টের জেরে  হিন্ডেনবার্গকে শোকজ ধরাল সেবি। এই শোকজ নোটিশ হাতে পেয়ে তাকে ‘ননসেন্স’ বলেছে হিন্ডেনবার্গ। 
সেবি-র নোটিসের পাল্টা মুখ খুলেছে হিন্ডেনবার্গও, তাতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং তার প্রতিষ্ঠাতা উদয় কোটাকের নামও টেনেছে তারা। গত ২৬ জুন হিন্ডেনবার্গকে নোটিস ধরায় সেবী। ২১ দিনের মধ্যে হিন্ডেনবার্গের কাছ থেকে জবাবও চাওয়া হয়েছে।

হিন্ডেনবার্গ জানিয়েছে, বিদেশে বিনিয়োগ সংস্থা খুলে ভারতের বাজারে বিনিয়োগ করার বিষয়টি কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং সংস্থার প্রতিষ্ঠাতা উদয় কোটাক-ই দেখভাল করছিলেন। তাঁদের ওই সংস্থার মাধ্যমেই বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে আদানিদের শেয়ারের দর বাড়ানো হয়।

হিন্ডেনবার্গের দাবি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠাতা উদয় ২০১৭ সালে সেবি-র কর্পোরেট গভর্নেন্স বিভাগের নেতৃত্বে ছিলেন। তাই কৌশলে উদয় এবং তাঁর সংস্থার নাম সেবি উহ্য রেখেছে, শুধুমাত্র  ‘কে -ইন্ডিয়া’  বলে উল্লেখ করা হয়েছে। হিন্ডেনবার্গের অভিযোগ, তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। দুর্নীতি এবং কারচুপির সঙ্গে যেহেতু প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়েছে, তাই তাঁদের ভয় দেখানো হচ্ছে। 

Leave a comment