Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

দিল্লিতে হালকা বৃষ্টি সহ ধুলোঝড়ের পূর্বাভাস

তাপপ্রবাহে গোটা দেশে মৃত্যুর সংখ্যা ৫৪, ওড়িশায় ১৪ জন মারা গেছে হিট স্ট্রোকে

Puber Kalom

Puber Kalom

Published: 31 May, 2024, 05:24 PM
তাপপ্রবাহে গোটা দেশে মৃত্যুর সংখ্যা ৫৪, ওড়িশায় ১৪ জন মারা গেছে হিট স্ট্রোকে

নয়াদিল্লি, ৩১ মে: তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থায় দিল্লি সহ গোটা উত্তর ভারত। দাবদহে দেশের একাধিক অংশে ৫৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। বেশিরভাগ মৃত্যুর খবর এসেছে বিহার থেকে। দিল্লির পাশাপাশি বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাপপ্রবাহের দাপটে ওড়িশার উপকূলবর্তী এলাকা সমুদ্রগড়ে ১৪ জন মারা গেছে। তাদের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। এদের মধ্যে রাউরকেল্লা সরকারি হাসপাতালে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, সুন্দরগড় জেলা হাসপাতালে আরও চারজনের মৃত্যু হয়েছে। 
জেলাশাসক আশুতোষ কূলকার্ণি জানিয়েছেন, রাউরকেল্লায় খুব গরম পড়েছে, পশ্চিম ওড়িশাতেও একই অবস্থা। এই কারণেই মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি আছে। ওড়িশার ১৯টি জায়গায় তাপমাত্রা বৃহস্পতিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সুন্দরগড় ছাড়াও  ঝাড়সুগুদা, বোলাঙ্গির, বারগড়, সম্বলপুর, সোনপুর, মালকানগিরি, নুয়াপাদা এবং কান্ধমাল জেলায় তীব্র তাপপ্রবাহে ভয়ঙ্কর অবস্থা দেখা দিয়েছে। তবে দেশের একাধিক অংশজুড়ে তাপপ্রবাহের দাপটের মধ্যে স্বস্তির বার্তা। নির্ধারিত সময়ের দুদিন আগেই বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ কেরলে ঢুকেছে বর্ষা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে ঢুকে গেল বর্ষা। এদিকে দিল্লিতে ধুলোঝড় সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কয়েকদিক ধরেই দিল্লির তাপমাত্রা ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। ৩১ মে থেকে ১ জুনের মধ্যে উত্তরপ্রদেশে এবং ৩১ মে হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে একটি ধুলোঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম বিভাগ ৩১ মে থেকে ২ জুনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া দিয়েছে।
ভারতের মৌসম ভবনের অনুমান আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আগামী ১০ দিনের মধ্যে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে নির্ধারিত সময় ১০ জুনের ৭২ ঘন্টা আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা বেশি। ২০২৪ সালে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এবার দেশজুড়ে আগাম বর্ষা। পাশাপাশি দেশে এবার স্বাভাবিকের তুলনায় ৭ থেকে ১১ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টির আগাম পূর্বাভাস।

Leave a comment