Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

নিট বির্তকের মধ্যেই নতুন পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল এনটিএ

Kibria Ansary

Published: 29 June, 2024, 02:45 PM
নিট বির্তকের মধ্যেই নতুন পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল এনটিএ

নয়াদিল্লি, ২৯ জুন: নিট যেন ক্রমাগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্ৰ সরকারের। ইতিমধ্যেই কেন্দ্রকে এবিষয়ে ঘিরতে শুরু করেছে বিরোধী জোট ইন্ডিয়া। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে নিট কেলেঙ্কারির তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। নিটের তদন্তের দায়িত্ব পেয়ে বিহার, গুজরাত ও রাজস্থান পুলিশের দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। গত ৫ জুন এই সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হয়। তারপর থেকেই পরীক্ষা প্রক্রিয়ায় একাধিক অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই বিহার থেকে চারজন, মহারাষ্ট্রে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

নিট বির্তকের মধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরীক্ষার নতুন দিনক্ষণ প্রকাশ করেছে। তবে এনটিএ পরীক্ষার ফরম্যাট পরিবর্তন করেছে। এখন এই পরীক্ষা এই বছর সিবিটি (কম্পিউটার ভিত্তিক টেস্টিং) মোডের উপর ভিত্তি করে হবে বলে শিক্ষামন্ত্রকের অধীনস্থ সংস্থা এনটিএ। এনটিএ-এর নতুন পরীক্ষার ক্যালেন্ডার অনুসারে, ইউজিসি নেট পরীক্ষা ২১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিএসআইআর পরীক্ষার তারিখ ২৫-২৭ জুলাইয়ের জন্য নির্ধারিত হয়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

NTA announced new exam schedule in a net crisis

Leave a comment