Wed, July 3, 2024

ই-পেপার দেখুন

নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো চালু করল আরবিআই, সুবিধা পাবে সার্কভুক্ত দেশগুলি

Kibria Ansary

Published: 28 June, 2024, 08:48 PM
নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো চালু করল আরবিআই, সুবিধা পাবে সার্কভুক্ত দেশগুলি

নয়াদিল্লি, ২৮ জুন: সার্কভুক্ত দেশগুলোর জন্য নতুন কারেন্সি সোয়াপ উইন্ডো গঠন করল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)। বৃহস্পতিবার ২০২৪-২৭ মেয়াদে তিন বছরের জন্য মোট ২৫০ বিলিয়ন ডলার কারেন্সি সোয়াপ সুবিধা চালু করল আরবিআই। সার্কভুক্ত দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এর আগে, ২০১২ সালের নভেম্বরে বৈদেশিক মুদ্রার তারল্য চাহিদা বা অর্থপ্রদানের ভারসাম্য সংকট মোকাবিলায় ব্যাক-আপ তহবিল সরবরাহের জন্য সার্ক কারেন্সি সোয়াপ ফ্যাসিলিটি চালু করে ভারত। এদিন এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের রিজার্ভ ব্যাংকের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সার্কভুক্ত দেশগুলো কারেন্সি সোয়াপের সুবিধা গ্রহণ করতে পারবে। ভারতীয় মুদ্রাকে সমর্থনের জন্য দেশগুলো বিভিন্ন ছাড় পাবে। সোয়াপ উইন্ডোর মাধ্যমে আআরবিআই দুই বিলিয়ন মার্কিন ডলার ও ইউরোতে অদলবদল চুক্তি বজায় রাখবে।

Leave a comment