Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ফের মৃত্যু পড়ুয়ার, চলতি বছরে কোটায় আত্মঘাতী ১২

ইমামা খাতুন

Published: 28 June, 2024, 03:58 PM
ফের মৃত্যু পড়ুয়ার, চলতি বছরে কোটায় আত্মঘাতী ১২

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের পড়ুয়ার মৃত্যু কোটায়। চলতি বছরে এখনও পর্যন্ত ১২ জনের আত্মহত্যার খবর প্রকাশ্যে এসেছে। জানা গেছে, মৃতের নাম রিশিত আগারওয়াল। বয়স ১৭। বিহারের বাসিন্দা রিশিত। সেখান থেকেই রাজস্থানের কোটায় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার জন্য পড়তে এসেছিলেন। গত দু’বছর ধরে কোটায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কি কারণে এহেন পদক্ষেপ গ্রহণ করল ওই পড়ুয়া তা নিয়ে ধন্দে পুলিশ ও পরিবার। ওই ছাত্র এ বছর নিট পরীক্ষা দিয়েছিলেন কি না তাও জানা যায়নি।  এদিন হোস্টেলের রুম থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।    


 

মৃতের পরিবার সূত্রে খবর, গত বুধবার থেকে তাঁকে ফোনে পাওয়া যায়নি। বৃহস্পতিবার তাই তড়িঘড়ি হস্টেলে ফোন করেন ছাত্রের বাবা-মা। তখনই হুঁশ ফেরে  হস্টেল কর্তৃপক্ষেরও। তাঁরা জানান, বুধবার রাতের পর থেকে ওই ছাত্রকে দেখা যায়নি। তিনি ঘর থেকেও বেরোননি। এর পরেই তাঁর ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু হয়। কিন্তু সাড়া মেলেনি। খবর যায় পুলিশের। পুলিশ এসে দরজা ভেঙে পড়ুয়ার দেহ উদ্ধার করে। পড়ুয়ার রুম  থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।  এ বছর পরীক্ষা দিয়েছিলেন কি না, দিলে কেমন ফলাফল  করেছিল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারও সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। পরীক্ষা দিয়ে থাকলে  ফলাফলের কারণে ওই ছাত্র মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গেছে।  

Leave a comment