Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী, দ্রুত শান্তি ফেরাতে বার্তা মোদির

Kibria Ansary

Published: 21 August, 2024, 03:30 PM
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী, দ্রুত শান্তি ফেরাতে বার্তা মোদির

নয়াদিল্লি, ২১ আগস্টঃ ইউক্রেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম কিয়েভে পা রাখবেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। ২১ থেকে ২৩ আগস্ট ইউক্রেনে অবস্থান করবেন মোদি। যুদ্ধ বিধ্বস্ত কিয়েভে পা রাখার আগেই ইউক্রেনে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

বুধবার ইউক্রেন সফরের আগে এক বিবৃতিতে মোদি বলেন, 'পোল্যান্ড থেকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে আমি ইউক্রেন সফরে যাচ্ছি। এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাবেন। আমি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে এবং চলমান ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আলোচনার অপেক্ষায় রয়েছি।' শান্তির পক্ষে ভারত এই বার্তা দিয়ে মোদি বলেন, 'বন্ধু ও অংশীদার হিসেবে আমরা এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারব বলে আশা করছি।'

কিয়েভ সফরের আগে দু'দিনের সফরে পোল্যান্ড যাবেন নরেন্দ্র মোদি পোল্যান্ডকে মধ্য ইউরোপে ভারতের "প্রধান অর্থনৈতিক অংশীদার" হিসাবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতি তাদের পারস্পরিক অঙ্গীকার ও সম্পর্ক আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী বলেন, "আমাদের অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি।" পোল্যান্ডে থাকাকালীন সময়ে সেখানে বসবাসরত ভারতীদের সঙ্গেও মতবিনিময় করবেন মোদি।

Leave a comment