Thu, July 4, 2024

ই-পেপার দেখুন

৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল, ভয়ংকর অভিজ্ঞা শোনালেন জেলমুক্ত বন্দিরা

Kibria Ansary

Published: 01 July, 2024, 10:54 PM
৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল, ভয়ংকর অভিজ্ঞা শোনালেন জেলমুক্ত বন্দিরা

তেল আবিব, ১ জুলাই: ৫৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল। এদের মধ্যে উত্তর গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াও রয়েছেন। গত বছরের ২৩ নভেম্বর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সামরিক অভিযান চালিয়ে আবু সালামিয়াকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্যবিষয়ক এক কর্মকর্তা। এদিকে জেলমুক্ত হয়ে আল-শিফা হাসপাতালের পরিচালক জানান, ফিলিস্তিনি বন্দিরা জেলে খাবার, পানির অভাব আর নির্যাতন সহ্য করে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। তিনি বলেন, ‘শত শত চিকিৎসাকর্মীকে ইসরাইলি বাহিনী আটকে রেখেছে এবং অনেক ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের সময় হত্যা করা হয়েছে।’

মূলত জেলে ধারণ ক্ষমতা না থাকায় এসব ফিলিস্তিনিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন। জেলগুলিতে বন্দিতে পূর্ণ হয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াসহ কয়েক ডজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইলের কারাগারে তাদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেককে আল-আকসা এবং আল-নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই শত শত ফিলিস্তিনিকে গ্রেফতার করে নেতানিয়াহুর সরকার। এতে হাজার হাজার ফিলিস্তিনিতে ভরে যায় ইসরাইলি জেলগুলি। কারাগারগুলোতে বন্দির সংখ্যা এতই বেশি যে সেখানে ঠিক কতজন বন্দি আছেন সে তথ্য কারা কর্তৃপক্ষও জানে না।

Leave a comment