Sat, July 6, 2024

ই-পেপার দেখুন

৮০ হাজার পেরল সেনসেক্স, গড়ল নয়া ইতিহাস

ইমামা খাতুন

Published: 03 July, 2024, 07:30 PM
৮০ হাজার পেরল সেনসেক্স, গড়ল নয়া ইতিহাস

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক:  ৮০ হাজার ছুঁয়ে রেকর্ড সেনসেক্সের। নজির গড়ল নিফটিও।  শেয়ারবাজারে ইতিহাস গড়ল সেনসেক্সের সূচক। শেয়ার বাজারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯ টা ১ মিনিটে ৮০,১৩১.৩৩ পয়েন্টে পৌঁছে যায় বিএসইয়ের (পূর্বতন বম্বে স্টক এক্সচেঞ্জ) সূচক সেনসেক্স। চার মিনিট (সকাল ৯ টা ৫ মিনিট) পরে সেটা আরও বেড়ে ৮০,১৪০.৯৫ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) তথ্য অনুযায়ী, ২৪,৩২০.৯৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক নিফটি৫০। 

 সেনসেক্সে সবচেয়ে লাভবান এইচডিএফসি ব্যাঙ্ক। এর পরই তালিকায় রয়েছে কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সআরভি অ্যান্ড এমঅ্যান্ডএম।  বিশেষজ্ঞদের মতে, বেসরকারি ব্যাঙ্ক HDFC ( এইচডিএফসি ব্যাঙ্ক) ব্যাঙ্কের হাত ধরে শেয়ার বাজারের সেই উত্থান হয়েছে।  

 বুধবারে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের শেয়ার ৩.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পোর্টসের শেয়ারের দর বেড়েছে ২.৪৩ শতাংশ, কোটাক মাহিন্দ্রার স্টক বেড়েছে ২.৩২ শতাংশ, এইচডিএফসি -এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ২.২০ শতাংশ। আবার অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দর ২.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে  ক্ষতির মুখে পড়েছে টে মাহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস ও ভারতী এয়ারটেল। এরমধ্যে টিসিএস (TCS)-এর শেয়ার ১.৩০ শতাংশ নেমেছে, টাইটান কোম্পানির স্টক পড়েছে ১.১৬ শতাংশ।  

  


 

 

Leave a comment