Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পটনা থেকে দুজনকে গ্রেফতার করল সিবিআই

Bipasha Chakraborty

Published: 27 June, 2024, 07:48 PM
নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পটনা থেকে দুজনকে গ্রেফতার করল সিবিআই

 

পটনা, ২৭ জুন: নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে পটনা থেকে দুজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম মণীশ কুমার ও আশুতোষ কুমার। তদন্ত শুরু করার পর বৃহস্পতিবার এই প্রথম দুজন সিবিআইয়ের জালে ধরা পড়ল। গত ২৫ জুন নিট ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। 
প্রাথমিকভাবে জানা গেছে, এই দুই সন্দেহভাজন গত ৪ মে, পরীক্ষার একদিন আগে পরীক্ষার্থীদের জন্য আবাসন ও পরিবহণের ব্যবস্থা করেছিল। এর আগে বিহার পুলিশ এই মামলায় ১৩ জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে ৪ জন বিহার ও ৬ ঝাড়খণ্ডের। 
মণীশের স্ত্রী অর্চ্চনা জানান, সিবিআই তাকে দুপুর দেড়টার সময় ফোন করে জানায়, তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অর্চ্চনার দাবি, তার স্বামী একজন সমাজকর্মী। তিনি পরীক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করে থাকেন। আমি শুনেছিলাম কেউ একজন আমার স্বামীকে ফোন করে চার থেকে পাঁচজন ছাত্রের থাকার জন্য ঘরের ব্যবস্থা করতে বলছিলেন। আমাদের ধারণা ছিল না যে এটি এত গুরুতর সমস্যার দিকে নিয়ে যাবে।
সূত্রের খবর, মণীশ তার গাড়িতে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা করে দেয়, একটি খালি স্কুলে নিয়ে যায়। সেখানে প্রায় ২৫ জন শিক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র হাতে পেয়ে মুখস্থ করেছিলেন। আশুতোষ তার বাড়িতে পরীক্ষার্থীদের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন। 
এদিকে ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে মূলচক্রী সঞ্জীব মুখিয়াকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। জানা গেছে, সঞ্জীব নেপালে গা ঢাকা দিয়েছে। এই সঞ্জীব নালন্দা জেলার বাসিন্দা। তিনি নুরসরাইতে উদ্যানপালন বিভাগে কারিগরি সহকারি হিসেবে কাজ করেন। 

Leave a comment