Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

CAA- অধীনে নাগরিকত্ব পেলেন বাংলাদেশের দুলন দাস

ইমামা খাতুন

Published: 15 August, 2024, 04:07 PM
CAA- অধীনে নাগরিকত্ব পেলেন বাংলাদেশের দুলন দাস

পুবের কলম,ওয়েব ডেস্ক: CAA-এর অধীনে ভারতের নাগরিকত্ব পেলেন দুলন দাস। বাংলাদেশ-এর বাসিন্দা তিনি । তবে, দুলন বা তাঁর পরিবার  সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক সমস্যায় ভারতে আসেন নি।  ১৯৮৮ সালেই বাংলাদেশের সিলেট থেকে অসমের শিলচরে এসে আস্তানা গেড়েছিল দুলনের পরিবার। তার বর্তমান বয়স ৫০।

ঘটনা প্রসঙ্গে দুলন জানিয়েছেন, মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে তাঁকে এই কথা জানানো হয়। তাঁকে বলা হয়, সে ও তার পরিবার এখন ভারতের স্থায়ী বাসিন্দা।  তাঁকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে ।  সেই বার্তায় তাঁকে গুয়াহাটির আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নাগরিকত্বের শংসাপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে সিএএ-র অধীনে প্রথম নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে আসা এক ব্যক্তি, দুলন দাস।

Leave a comment