Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

রামমন্দিরের ছাদ ফুটো! বৃষ্টির জল পড়ছে গর্ভগৃহে, উদ্বিগ্ন প্রধান পুরোহিত

আবুল খায়ের

Published: 25 June, 2024, 01:47 AM
রামমন্দিরের ছাদ ফুটো! বৃষ্টির জল পড়ছে গর্ভগৃহে, উদ্বিগ্ন প্রধান পুরোহিত

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিতর্ক যেন পিছু ছাড়ছে না। রামমন্দির প্রতিষ্ঠা থেকে উদ্বোধন প্রতি ক্ষেত্রেই কথা উঠেছে। এবার নয়া সংযোজন উদ্বোধনের পাঁচ মাসের মধ্যেই প্রথম বর্ষার বৃষ্টিতেই ছাদ ফুটো হয়ে মন্দিরের গর্ভগৃহে চুঁইয়ে পড়ছে জল। সম্প্রতি সামনে এসেছে মুম্বাইয়ের অটল ব্রিজে ফাটলের প্রসঙ্গ। তারপরেই রাম মন্দিরের ছাদ ফুটো।

জল পড়া প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস সংবাদ সংস্থাকে বলেন, প্রথম বৃষ্টিতেই রামলালার মূর্তি স্থাপন করা গর্ভগৃহের ছাদ ফুটো হতে শুরু করেছে। বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত। কোথায় কী গাফিলতি হয়েছে তা খুঁজে বার করে মেরামত উচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মন্দির থেকে জল বার করার কোনও জায়গা নেই। বৃষ্টি আরও বাড়লে মন্দিরে পূজার্চনা করাই সমস্যা হবে। পাশাপাশি তিনি আরও বলেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে। যেখানে আরও দেবতাদের প্রতিষ্ঠা করা হবে। এই স্থাপনগুলি ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে৷

মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র তাঁর বিবৃতিতে জল পড়ার বিষয়টি স্বীকার করে নিয়ে জানান, আমি অযোধ্যায় আছি দেখলাম দোতলা থেকে বৃষ্টির জল পড়ছে।

১৮০০ কোটি টাকা খরচ করে ২.৭ একর জমির উপরে নির্মিত হয়েছে এই মন্দির। নির্মাণে ব্যবহার করা হয়নি কোনও ইস্পাত বা লোহা। শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার রাম মন্দির। এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দির। এটি তৈরির পিছনে রয়েছেন দেশের নাম করা স্থাপত্যবিদ, বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। দেশের গর্বের প্রতীক হিসাবে প্রচারে কোনও খামতি রাখেনি সরকার থেকে সংবাদমাধ্যমের একাংশ। সেই গর্বের মন্দিরের ছাদ ফুটো এবং জলাবদ্ধ প্রাঙ্গন নির্মাণের গুণমান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করছে।

চলতি বছরের ২২ জানুয়ারি জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হয় মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনোদন জগত থেকে শুরু করে দেশের নামজাদা ব্যক্তিত্বরা। যদিও তখন মন্দিরের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই উদ্বোধনের তাড়াহুড়ো প্রসঙ্গে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের অভিযোগ, চব্বিশের নির্বাচনে এই রাম মন্দিরকে হাতিয়ার করে বিজেপি ভোট বৈতরণী পার হতে চেয়েছিল। যদিও ফল প্রকাশের পর দেখা অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত সেখানেই মুখ থুবড়ে পড়েছে বিজেপির বিজয় রথ। পদ্মপ্রার্থী লালু সিং, সাড়ে ৫৪ হাজার ভোটে পরাজিত হয়েছেন সমাজবাদী পার্টির অবধেশ কুমারের কাছে।

রবিবার রাতে, মুষলধারে বৃষ্টি হয় অযোধ্যায়। যার ফলে সেখানে রাজপথ বিপর্যস্ত হয়ে পড়ে। পুলিশ লাইনের গেটের কাছে পুষ্পরাজ চৌরাহা-ফতেহগঞ্জ রুটের একটি বড় অংশ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনা এড়াতে এলাকার চারপাশে ইট এবং গাছের ডাল বসানোর অনুরোধ করা হয়।

Leave a comment