Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

স্পিকার নির্বাচিত হয়েই বিরোধীদের দায়িত্বের কথা বোঝালেন ওম বিড়লা

Kibria Ansary

Published: 26 June, 2024, 03:29 PM
স্পিকার নির্বাচিত হয়েই বিরোধীদের দায়িত্বের কথা বোঝালেন ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ জুন: দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। রাজস্থানের কোটা থেকে নির্বাচিত হয়ে টানা তৃতীয়বার সাংসদ হয়েছেন তিনি। বুধবার স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে বিরোধীদের দায়িত্বের কথা বোঝালেন স্পিকার। তিনি বলেন, "সংসদে আলোচনা হওয়া উচিত, এবং মতামত ও সমালোচনাও গ্রহণযোগ্য। তবে হাউসে অচলাবস্থা সৃষ্টি একেবারেই উচিত নয়”। একইসঙ্গে অর্থপূর্ণ আলোচনা সবসময়ের জন্যই কাম্য বলেও মন্তব্য করেন ওম বিড়লা। তাঁর কথায়, “আমরা দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাচিত হয়ে এই সংসদে এসেছি। আমাদের কাছে জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। তাই আমি বিশ্বাস করি যে হাউসে কোনরকমের অচলাবস্থা সৃষ্টি যেন না হয়, সেদিকে খেয়াল রাখা। আলোচনা মতামত ও সমালোচনা সবসময়ের জন্য হতে পারে তবে তবে অচলাবস্থা একেবারেই কাম্য নয়”।

এদিকে লোকসভার স্পিকার হিসাবে টানা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমাদের সকলের আস্থা আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন”। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা ও দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধি। স্পিকারের কাছে “ভারতের সংবিধান রক্ষা করার দায়িত্ব” পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। আশা করি বিরোধীদের কন্ঠ দমন করার চেষ্টা করা হবে না বলেও মন্তব্য করেছেন রাহুল।

দেশ - এর থেকে আরোও খবর

first speech Om Birla recalled the responsibility of the opposition

Leave a comment