Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

বদলে গেল কেরলের নাম, ডাকতে হবে 'কেরলম' বলে

ইমামা খাতুন

Published: 25 June, 2024, 03:48 PM
বদলে গেল কেরলের নাম, ডাকতে হবে 'কেরলম' বলে

 

 

 

 

 

 পুবের কলম,ওয়েবডেস্ক: বদলে যাচ্ছে কেরলের নাম। নতুন নাম হচ্ছে 'কেরলম'। প্রায় এক বছর আগেই কেরল বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম বদলের প্রস্তাব পাস হয়ে গিয়েছিল। সোমবার ফের এই প্রস্তাব পাস হল। এক বছর আগে পাস হওয়া প্রস্তাবে  সামান্য সংশোধন করা হয়েছে।

 




সিপিএমের নেতৃত্বাধীন শাসক জোট এলডিএফের পাশাপাশি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইউডিএফের বিধায়কেরাও সোমবার মালয়ালি ভাবাবেগের কথা জানিয়ে নাম বদলের প্রস্তাব সমর্থন করেছেন। 

 

 

এই নাম বদলের প্রস্তাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যজুড়ে। একাংশ খুশি হলেও অখুশিও অনেকে। তবে বিধানসভায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘‌১৯৫৬ সালের ১ নভেম্বর ভাষার ভিত্তিতে এই রাজ্য গঠন করা হয়েছিল। ‘মালায়লম ভাষায় এই রাজ্যের আসল নাম কেরলম-ই। কিন্তু অন্যান্য ভাষায় এই রাজ্যের নাম কেরল হয়ে গিয়েছে। সংবিধানের প্রথম তফসিলেও এই রাজ্যের নাম লেখা হয় কেরল। কিন্তু এ বার মালয়ালিদের স্বার্থে এ রাজ্যের নাম বদলানো উচিত।’’ 

প্রসঙ্গত, মালয়ালম ভাষায় রাজ্যের নাম ‘কেরলম’-ই। কিন্তু, অন্যান্য ভাষায় ‘কেরল’ বা ‘কেরালা’ বলে ডাকা হয় ‘ঈশ্বরের আপন দেশ’কে। নতুন প্রস্তাব অনুযায়ী সব ভাষাতেই রাজ্যটিকে ‘কেরলম’ বলে ডাকতে হবে।

 

Leave a comment