Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

হাতে ফোসকা, চামড়া উঠে গেছে ! মদ তৈরি করানো হত শিশুদের দিয়ে, উদ্ধার ৬০

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:19 PM

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারতে তৈরি বিদেশি মদ প্রস্তুতকারি সংস্থা ‘সোম গ্রুপ অফ কোম্পানিজ’ এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। জোর করে তাদের কারখানায় শিশুদের দিয়ে মদ তৈরির কাণ্ডকারখানা চালাচ্ছিল সংস্থাটি। খবর পেয়ে অভিযানে নামে শিশু অধিকার সুরক্ষা (এনসিপিসিআর) সহ বচপন বাঁচাও আন্দোলন (বিবিএ)। ৬০ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। মধ্যপ্রদেশের রাইসেন জেলার ঘটনা।

 

সোম গ্রুপ অফ কোম্পানিজ হল মধ্য ভারত ভিত্তিক সংস্থা। বিদেশি মদ প্রস্তত করে থাকে। এই সংস্থাটি বিয়ার, হুইস্কি, ভদকা, রাম, জিন, রেডি টু ড্রিংক বেভারেজ এবং কান্ট্রি লিকার উৎপাদন করে।
শিশু অধিকার সুরক্ষা (এনসিপিসিআর) টিম লিডারের নেতৃত্বে শিশুগুলিকে উদ্ধার করা সম্ভব হয়। ৬০  জনের মধ্যে ১৯ জন মেয়ে । শিশু অধিকার সুরক্ষা দলের সঙ্গে বচপন বাঁচাও আন্দোলন (বিবিএ) একযোগে এই অভিযান চালায়।

বিবিএ জানিয়েছে, এনসিপিসিআর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে একটি দল সোম ডিস্ট্রিলারি থেকে ৬০ জন শিশু, ১৯ জন মেয়ে সহ বাকি ছেলেদের উদ্ধার করা হয়েছে। শিশুগুলিকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হত। মদ বানাতে গিয়ে রাসায়নিক ও অ্যালকোহলের সংস্পর্শে এসে তাদের হাতগুলি পুড়ে গিয়ে ক্ষত তৈরি হয়েছে। তাদের প্রতিদিন একটি স্কুলবাসে করে ভাটিখানায় আনা হত, এর পর ১২ থেকে ১৪ ঘণ্টা একটানা খাটানো হত।

ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে ট্যুইট করে লিখেছেন, ‘শ্রম, আবগারি ও পুলিশ বিভাগ থেকে বিস্তারিত তথ্য নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।

বিবিএ ডিরেক্টর মনীশ শর্মা জানান, এত অসহনীয় অ্যালকোহলের গন্ধের মধ্যে শিশুদের এত দীর্ঘ সময় ধরে কাজ করানো হত। যা ভাবা যায় না। নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন রাখছি।

ঘটনায় সোম গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর অলোক অরোরার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাইসেনের কালেক্টর অরবিন্দ দুবের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

এই ঘটনার দু’দিন আগে এনসিপিসিআর, বিবিএর একযোগে অভিযান চালিয়ে রাজ্যের রাইসেন জেলার মন্দিদীপ শহরের তিনটি কারখানা থেকে ৩৬ শিশুকে উদ্ধার করে।

  

Leave a comment