Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সহজতর করতে পদক্ষেপ নিচ্ছে বিদেশমন্ত্রক

Kibria Ansary

Published: 26 June, 2024, 02:17 PM
পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন সহজতর করতে পদক্ষেপ নিচ্ছে বিদেশমন্ত্রক

নয়াদিল্লি, ২৬ জুন: পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নিয়ে ভুরিভুরি অভিযোগ রয়েছে। মোটা অঙ্কের টাকা দিলে দ্রুততার সঙ্গে পাসপোর্ট হাতে পাওয়া যায়। আবার টাকা দিতে না পারলে তা আটকে দেওয়া হয় বলেও বারংবার অভিযোগ উঠেছে। এবার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আরও সহজতর নিয়ম করতে পদক্ষেপ নিচ্ছে  ভারতের বিদেশমন্ত্রক। সেই সঙ্গেই পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়াগুলিকে আরও উন্নততর করার চেষ্টা করা হচ্ছে। ফলে পাসপোর্ট পাওয়ার সময় অনেকটাই কমতে পারে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার জয়শঙ্কর জানিয়েছেন, "পাসপোর্ট সরবরাহের ক্ষেত্রে সময় কিছুটা কমানোর জন্য পাসপোর্ট আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশনের সময় হ্রাস করার ক্ষেত্রে বিদেশমন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশ বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে।" তাঁর কথায়, "২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯ হাজার থানায় 'এম পাসপোর্ট পুলিশ অ্যাপ' চালু করা হয়েছে। কাগজবিহীন ডকুমেন্টেশন প্রক্রিয়া সহজতর করতে পাসপোর্ট সেবা সিস্টেমটি ডিজি লকার সিস্টেমের সাথে সফলভাবে সংযুক্ত করা হয়েছে।"

এদিকে উন্নত পাসপোর্ট পরিষেবা দিতে মন্ত্রক ৪৪০টি পোস্ট অফিসে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করেছে। সারা দেশে ৯৩টি পাসপোর্ট সেবা কেন্দ্র, ৫৩৩টি পাসপোর্ট প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ৩৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। মন্ত্রক বিদেশে ১৮৭ টি ভারতীয় মিশনে পাসপোর্ট জারি করার ব্যবস্থাকেও সংহত করেছে। পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, "বিশ্বজুড়ে গতিশীলতা বাড়ানোর মাধ্যমে পাসপোর্টগুলি দেশের উন্নয়নে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে তাঁর মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।"

Leave a comment