Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

নিট-নেট পরীক্ষায় স্বচ্ছতা আনতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের নেতৃত্বে তদন্ত কমিটির বৈঠক

Bipasha Chakraborty

Published: 25 June, 2024, 04:55 PM
নিট-নেট পরীক্ষায় স্বচ্ছতা আনতে ইসরোর প্রাক্তন চেয়ারম্যানের নেতৃত্বে তদন্ত কমিটির বৈঠক

 

নয়াদিল্লি, ২৫ জুন:  ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দ্বারা নিট, নেট-সহ গুরুত্বপূর্ণ পরীক্ষায় স্বচ্ছতা আনতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশে তৈরি হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। সোমবার এই তদন্ত কমিটির সঙ্গে প্রথম বৈঠকে বসল এনটিএ। সাত সদস্যকে নিয়ে তৈরি এই কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণন। তাঁর নেতৃত্বেই এই উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়। 
এই বৈঠক নিয়ে ইসরোর প্রাক্তন চেয়ারম্যান বলেন, আমাদের প্রধান কাজ হল ব্যক্তিগতভাবে ও ডিজিটালি মিডিয়ার মাধ্যমে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধাগুলি বোঝা। তিনি আরও বলেন, একটি শক্তিশালী এবং নির্ভুল পরীক্ষার প্রক্রিয়াকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। পরীক্ষাগুলি স্বচ্ছ, ও সুষ্ঠু পরিচালনার মাধ্যমে যাতে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করা হয়।
সাত সদস্যের এই কমিটি এনটিএ-র যাবতীয় কার্যক্রম এবং কাজের পদ্ধতি খতিয়ে দেখবে। দুমাসের মধ্যে মন্ত্রককে রিপোর্ট দেবে কমিটি।
কমিটিতে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান ড. কে রাধাকৃষ্ণন, এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি জে রাও, আইআইটি মাদ্রাজের অধ্যাপক রামমূর্তি কে, কর্মযোগী ভারতের সহ-প্রতিষ্ঠাতা পঙ্কজ বনসল, আইআইটি দিল্লির ডিন আদিত্য মিত্তল এবং শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল।

Leave a comment