Sat, June 29, 2024

ই-পেপার দেখুন

ভারত বিশ্বস্ত বন্ধু, মন্তব্য আপ্লুত হাসিনার, তিস্তা নিয়ে আশ্বাস মোদির

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 08:35 PM
ভারত বিশ্বস্ত বন্ধু, মন্তব্য আপ্লুত হাসিনার, তিস্তা নিয়ে আশ্বাস মোদির


নয়াদিল্লি, ২২ জুন: মোদির শপথ গ্রহণের আগের দিনই আমন্ত্রণ পেয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির শপথ গ্রহণের পর মুসলিম দেশের শাসক হিসাবে তিনিই প্রথম এমন সফর করলেন। শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক আলোচনা সংক্রান্ত যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু।’ 
এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি সই হয়।  তিস্তার পানিবণ্টন নিয়ে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফরে যাবে।
দু’দেশের রাষ্ট্রনেতা এবং প্রতিনিধিদের এই বৈঠকে চূড়ান্ত হল একাধিক গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা। তার মধ্যে অন্যতম, ভারত-প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রাঞ্চলে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি। সে প্রসঙ্গের উল্লেখ করে হাসিনাকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘এই সমুদ্র সহযোগিতার মাধ্যমে নীল অর্থনীতির পথে একসঙ্গে চলবে দুই দেশ।’ তিনি আরও বলেন, ‘আজ আমাদের দুই পক্ষের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয়েছে। আমরা রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতা-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি।’ 
ভারত সফর শেষে ৯ থেকে ১২ জুলাই চিন সফর রয়েছে শেখ হাসিনার। সেই সফরের আগে ভারত সফর প্রসঙ্গে কূটনৈতিক মহলের ধারণা, চিন সফরে গেলেও ভারতকে আশ্বস্ত করে যেতে চাইছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতকে টপকে বাংলাদেশের সঙ্গে সখ্য স্থাপনে দীর্ঘদিন ধরেই তৎপর চিন। জিনপিং প্রশাসনের লক্ষ্য পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও নিজেদের আয়ত্বে এনে, ভারতকে আরও চাপে রাখা। ভারতও চায় না দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ চিন ঘনিষ্ঠ হয়ে উঠুক। অনেকে বলছেন, এই পরিস্থিতিতেই হাসিনার ভারত সফর আসলে এই বার্তা দিল যে, চিনে গেলেও দুই দেশের বন্ধুত্বে কোনও চিড় ধরবে না।
 

Leave a comment