Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ডবল ইঞ্জিন বিহারে ৯ দিনে ভাঙলো ৫ সেতু

Kibria Ansary

Published: 29 June, 2024, 09:11 PM
ডবল ইঞ্জিন বিহারে ৯ দিনে ভাঙলো ৫ সেতু

পুবের কলম, ওয়েবডেস্ক: একের পর এক সেতু ভাঙছে বিহারে।এই ঘটনার জন্য কারা দায়ী, কবে এই ব্রিজগুলি তৈরি হয়েছিল, কেন রক্ষাবেক্ষণ ঠিকঠাক হত না তা নিয়ে নানা চর্চা, নানা তরজা শুরু হয়েছে। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব একটি ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, ৯দিনে বিহারে ৫টা ব্রিজ ভেঙে পড়েছে। একটি পোস্টে তিনি লেখেন, ‘‘অভিনন্দন! বিহারে, ডাবল ইঞ্জিন সরকারের দ্বিগুণ ক্ষমতার কারণে, মাত্র ৯দিনেই ৫টি সেতু ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনায় এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে, ৬ দলের ডাবল ইঞ্জিন এনডিএ সরকার ৯ দিনের মধ্যে ৫ ব্রিজ ভেঙে পড়ার পরে বিহারের জনগণকে মঙ্গলরাজের কল্যাণের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে।’’
নেপালের সীমান্ত বরাবর রাজ্যের উত্তরতম অংশে অবস্থিত মধুবনি জেলার ভেজা থানা এলাকা থেকে সর্বশেষ সেতু ধসের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে খবর, ভেঙে পড়া সেতুটি গত দুবছরের বেশি সময় ধরে নির্মীয়মাণ অবস্থায় রয়েছে। বিহার সরকারের গ্রামীণ পূর্ত বিভাগের তরফে কোশী নদীর উপর ৩ কোটি টাকা খরচ করে ওই সেতুটি তৈরি করা হচ্ছিল। জানা গেছে কয়েকদিন আগেই ওই সেতুটির একটি পিলার ভেঙে যায়।

Leave a comment