Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

বাজারে ছড়াচ্ছে 'নকল' ডায়াবেটিস সহ ওজন কমানোর ওষুধ, সতর্ক করল 'হু'

Bipasha Chakraborty

Published: 21 June, 2024, 08:18 PM
বাজারে ছড়াচ্ছে 'নকল' ডায়াবেটিস সহ ওজন কমানোর ওষুধ, সতর্ক করল 'হু'

 

নয়াদিল্লি, ২১ জুন: বর্তমান সময়ে নতুন প্রজন্ম সিনেমার নায়ক-নায়িকাদের দেখে শরীরের মেদ ঝড়িয়ে চটজলদি রোগা হতে চান। কোনওরকম কসরৎ ছাড়াই কিছু ওষুধ খেয়ে নিজের সেই বাড়তি ওজন ঝড়িয়ে ফেলছে তারা। নিজের অজান্তেই জাল ওষুধের পাল্লায় পড়ে বিপদ ডেকে আনছে। এবার নকল ওষুধ নিয়ে কড়া সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'।

'হু' জানিয়েছে, ২০২২ সাল থেকে জাল  সেমাগ্লুটাইড নিয়ে বহু রিপোর্ট তাদের কাছে এসেছে। এর মধ্যে নভো নরডিস্কের  ওয়েগোভি এবং ওজেম্পিকের সক্রিয় উপাদান পাওয়া গেছে। 'স্কিনি জাব' নামেও পরিচিত, ওজেম্পিক টাইপ ২ ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। 
অনেক দেশেই নকল ওষুধে বাজার ছেয়ে যাচ্ছে। এবার এই নিয়ে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি দিল 'হু'। ইতিমধ্যেই 'হু' মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নর্থান আয়ারল্যান্ড, ব্রাজিল থেকে নকল ওষুধ বাজেয়াপ্ত করেছে। 
ওষুধ প্রস্তুতকারক সংস্থা এলি লিল্লি অ্যান্ড কোম্পানি জানিয়েছে, ওষুধের অনলাইন বিক্রি, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টগুলির বিষয়ে তারা  'গভীরভাবে উদ্বিগ্ন'। ওষুধটিতে তিরজেপাটাইডের জাল বা যৌগিক সংস্করণ রয়েছে, এটি  মাউঞ্জারো এবং জেপবাউন্ডের সক্রিয় উপাদান৷ ওষুধটি অফ লেবেল (যে কারণে প্রস্তুত করা হয়েছে, সেটি না করে ভিন্ন কারণে ব্যবহৃত) ব্যবহারও বেড়েছে। সংস্থাটি আরও বলেছে যে, এই ওষুধগুলি গুরুতর রোগের জন্য এবং কসমেটিক ওজন কমানোর জন্য অনুমোদিত নয়। 

নভো নরডিস্ক তার ওষুধের ব্যাপারেও একই রকম সতর্কতা জারি করেছে।


'হু' জানিয়েছে, এই ওষুধগুলির রক্তে শর্করার মাত্রা কমানোর পাশাপাশি খিদে কমিয়ে দেয় বলা হয়েছে। তাই মিথ্যা প্রতিবেদন দেখে বেশ কিছু দেশে এগুলো ওজন কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। 
'হু' জানিয়েছে, বিপদ এড়াতে লাইসেন্স প্রাপ্ত চিকিৎসককে দেখাতে হবে, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনতে হবে।

Leave a comment