Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

'ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কেন্দ্র', নিট-নেট দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক জয়রাম রমেশ

Bipasha Chakraborty

Published: 22 June, 2024, 08:04 PM
'ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কেন্দ্র', নিট-নেট দুর্নীতি কাণ্ডে বিস্ফোরক জয়রাম রমেশ


নয়াদিল্লি, ২২ জুন:  ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট ও গবেষণার প্রবেশদ্বার নেট-এ অনিয়মের অভিযোগে উত্তাল দেশ। এই অবস্থায় প্রশ্নফাঁসকাণ্ডে অনিয়ম, দুর্নীতি রুখতে নয়া আইন লাগু করেছে কেন্দ্র সরকার। নিট ও ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে কারুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, এবং ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। 
আইন লাগুর পরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। কংগ্রেস তীব্র কটাক্ষ করে বলে, 'ড্যামেজ কন্ট্রোলে' নেমেছে সরকার। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে বলেন, 'রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 'পাবলিক এক্সামিনেশন (অন্যায্য উপায় প্রতিরোধ) আইন-২০২৪' সম্মতি দিয়েছিলেন চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি। অবশেষে কেন্দ্র এদিন সকালে দেশবাসীকে জানিয়ে দিল আইনটি ২১ জুন ২০২৪ থেকে কার্যকর হয়েছে। এটি নিট, ইউজিসি নেট, সিএসআইআর-ইউজিসি-নেট দুর্নীতিগুলির সঙ্গে মোকাবিলা করে অনিয়মগুলি খুঁজে বের করবে। এই আইনের প্রয়োজন ছিল। কিন্তু দুর্নীতি হওয়ার পর সেটি লাগু হল। আইন, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া এইগুলি সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন হয়, কিন্তু দুর্নীতির পরে এই আইন লাগু করে কি লাভ'। 

Leave a comment