Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

নবী সা. এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য নরসিংহানন্দের, তীব্র নিন্দা হারামাইন শরিফের

Bipasha Chakraborty

Published: 05 October, 2024, 09:10 PM
নবী সা. এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য নরসিংহানন্দের, তীব্র নিন্দা হারামাইন শরিফের

পুবের কলম, ওয়েবডেস্ক:  নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন গাজিয়াবাদের দাসনা মন্দিরে মোহন্ত ইয়াতি নারসিংহানন্দ। এর আগে তিনি মুসলিমদের বিরুদ্ধে বহুবার কুকথা বলেছেন। কিন্ত তার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ২০২২ এ মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের অস্ত্র তুলে নিতে উসকানি দিয়েছিলেন ইয়াতি। তার জেরে একবার গ্রেফতারও হয়েছিলেন। জামিন পেতে বলেছিলেন, এই ধরণের মন্তব্য তিনি আর করবেন না। কিন্ত বদলায়নি তাঁর বিদ্বেষী স্বভাব। ২৯ সেপ্টেম্বর তিনি নবী সা. সম্পর্ক অবমানোনাকর মন্তব্য করেন। ৩ অক্টোবর, সামাজিক মাধ্যমে তাঁর এই ঘৃণা ভাষণের ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভা প্রকাশ করেন মুসলিমরা। 


হারামাইন শরিফের তরফে বিবৃতিতে বলা হয়েছে ইয়াতি নরসিংহানন্দের অবমাননার মন্তব্যের তীব্র নিন্দা করে এবং আন্তর্জাতিক সংস্থাগুলিকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি এবং ইসলামফোবিয়ার বিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে। অনেকে বলছেন এই জল অনেক দূর গড়াবে। নূপুর শর্মার মন্তব্যের জন্য কেন্দ্র শাসক দলকে চাপে পড়তে হয়েছিল। বিশ্বজুড়ে নূপুর শর্মার মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। আরব মুলুকের বহু দেশ ভারতীয় পণ্য বর্জন শুরু করেছিল। যা নয়া দিল্লিকে চাপে ফেলেছিল। একপ্রকার বাধ্য হয়েই নূপুরকে সাসপেন্ড করেছিল বিজেপি। 

২৯ সেপ্টেম্বর ভাষণে ইয়াতি বলেন, ‘যদি প্রতিটি দশেহরায় কুশপুতুল পোড়াতে হয়, তবে মুহাম্মদের কুশপুতুল পোড়ান।’ এমন মন্তব্য গোটা মুসলিম জাহানের মনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  ক্ষোভের পরিপ্রেক্ষিতে গাজিয়াবাদ পুলিশ ইয়াতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২ ধারা (ধর্মীয় অনুভূতিতে আঘাত করা) অনুযায়ী এফআইআর দায়ের করে। তাঁকে আটক করা হয়েছে বলেও খবর। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর গ্রেফতারির খবর মেলেনি। 

নারসিংহানন্দের মন্তব্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ শুরু হয়েছে। বিশেষ করে হায়দরাবাদে বিক্ষোভ শুরু হয়েছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন এর সভাপতি, আসাদউদ্দিন ওয়াইসি, ইয়তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ওয়াইসি এদিন হায়দরাবাদ পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ইয়াতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালু করার দাবিতে স্মারক লিপি জমা দেন ।

জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি, মাওলানা মাহমুদ মাদানিও নরসিংহানন্দের অবমাননকর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 

নারসিংহানন্দ এর আগেও মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার জন্য কুখ্যাত। তবে আগে তিনি যা বলেছেন তাকে ফ্রিঞ্জ বলে কেন্দ্রের শাসক দল উড়িয়ে দিলেও এবার তা হবে না বলে মনে করছেন অনেকেই। বিজেপি নেত্রী নূপুর শর্মার অবমানকার মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়েছিল বিশ্বজুড়ে।

আরব মুলিকের দেশগুলি ভারতীয় পণ্য বয়কট করতে শুরু করেছিল। সেখানকার শপিং মল থেকে বের করে দেওয়া হয়েছিল ভারতীয় পণ্য। তার ধাক্কা সামলাতে বেগ পেতে হয়েছিল মোদি সরকারকে।

Leave a comment