Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

খাবারে টিকটিকি! হস্টেলে খাবারে খেয়ে অসুস্থ ৫০ ছাত্রী

ইমামা খাতুন

Published: 06 October, 2024, 08:57 PM
খাবারে টিকটিকি! হস্টেলে খাবারে খেয়ে অসুস্থ ৫০ ছাত্রী


পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি কলেজের হস্টেলে খাবার খেয়ে অসুস্থ ৫০ ছাত্রী। মহারাষ্ট্রের লাতুরের সরকারি কলেজ পুরানমল লাহোটি সরকারি পলিটেকনিকের হস্টেলে ছাত্রীরা রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। ছাত্রীদের অভিযোগ, খাবারে টিকটিকি পাওয়া গিয়েছে। হস্টেলে খাওয়ার পর বেশকিছু ছাত্রী বমি করতে শুরু করেন। ছাত্রীদের স্বাস্থ্যের অবনতি হতে থাকায়, তাদের স্থানীয় সরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। শিবাজীনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লাতুরের পুরানমল লাহোটি সরকারি পলিটেকনিকের আধিকারিকরা জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে ৫০ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্টেলটিতে মোট ৩২৪ জন ছাত্রী থাকেন। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা রাতে খাবার খান। খাওয়ার কিছুক্ষণ পরই বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করেন। তাঁদের তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ২০জন ছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও, ৩০ জন ছাত্রী এখনও চিকিৎসাধীন। শিবাজীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাবারের নমুনা সংগ্রহ করে। নমুনা রিপোর্ট পাওয়ার পর খাদ্যে বিষক্রিয়ার কারণ জানা যাবে বলে জানান এক পুলিশ আধিকারিক।

ঘটনার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডি ভি নিতনাভারে হস্টেলে পৌঁছান। ঘটনা সম্পর্কে তিনি খবর দেন লাতুরের বিলাসরাও দেশমুখ সরকারি মেডিকেল ও হাসপাতালের ডিন ডা. উদয় মোহিতকে। ডা. মোহিত জানান, মধ্যরাত পর্যন্ত ৫০ জন ছাত্রীকে ভর্তি করা হয়েছিল। ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ৩০ জন এখনও ভর্তি রয়েছে। তবে সবার শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Leave a comment