Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ইন্দিরা গান্ধি ‘ভারতের মা’, কংগ্রেসের প্রশংসায় বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গোপী

Puber Kalom

Puber Kalom

Published: 17 June, 2024, 03:17 PM

তিরুবনন্তপুরম, ১৬ জুন: বাম শাসিত কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী প্রথম থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মোদি মন্ত্রীসভায় রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘন্টা না কাটতেই পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন সুরেশ গোপী। যা নিয়ে বিপাকে পড়তে হয়েছিল পদ্ম শিবিরকে। এবার কংগ্রেসের প্রশংসা করে ফের আলোচনার জন্ম দিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে “ভারতের মা” বলে অভিহিত করলেন কেরলের বিজেপি সাংসদ। এমনকি প্রয়াত কংগ্রেস নেতা এবং কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণকে “সাহসী প্রশাসক” ছিলেন বলেও মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী।

 

সম্প্রতি ত্রিশূরে করুণাকরণের স্মৃতিসৌধ ‘মুরালি মন্দিরম’ পরিদর্শন করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী। সেখানেই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ইকে নয়নার এবং কে করুণাকরণকে তাঁর “রাজনৈতিক গুরু” হিসেবেও উল্লেখ করেছেন। বিজেপি সাংসদ বলেন, “আমার নেতা করুণাকরণ এবং তাঁর স্ত্রী, যাঁকে আমি আদর করে ‘আম্মা’ বলে ডাকি। আমি তাদের বিদায় জানাতে আসতে পারিনি। ঠিক যেমন আমরা ইন্দিরা গান্ধিকে ভারতের মা হিসাবে দেখি। করুণাকরণ একজন সাহসী নেতা ছিলেন যাঁকে আমি অনেক শ্রদ্ধা করি। তিনি যে দলের নেতা ছিলেন সেই দলের প্রতি আমার শ্রদ্ধা আছে।”

 

প্রসঙ্গত, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, বাংলা ও কেরল থেকে মোট ৭২ জন সাংসদ মন্ত্রী পদে শপথ নিয়েছেন। রবিবার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনের জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন কেরলের একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই পদত্যাগের কথা বলেছিলেন মোদি সরকারের রাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘আমি মন্ত্রী হতে চাই না।’ রাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই সুরেশ গোপী একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি সাংসদ হিসেবে কাজ করতে চাই। আমি মন্ত্রিত্ব চাইনি। আমি দলকেও জানিয়েছিলাম মন্ত্রিত্বে কোনও আগ্রহ নেই আমার। মনে হয় দল খুব শীঘ্রই আমায় এই দায়িত্ব থেকে মুক্তি দেবে।’ সাংসদ হিসেবে আমি ভালোভাবে কাজ করব বলেও মন্তব্য করেছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। সুরেশ গোপীর এই মন্তব্য এনডিএ শিবিরকে চরম অস্বস্তিতে ফেলেছিল।

  

Leave a comment