Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

তামিলনাড়ুর বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৪৯

Shamima Ahasana

Shamima Ahasana

Published: 21 June, 2024, 04:04 PM
তামিলনাড়ুর বিষমদ কাণ্ডে মৃত বেড়ে ৪৯

 

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ পান করে বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল ৩৮ জনের। শুক্রবার সেই সংখ্যা বেড়ে হল ৪৯। বিষমদ পানের পর হঠাৎ পেটে ব্যাথা, ডায়রিয়া, চোখে জ্বালার মত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয় আক্রান্তরা। এরপর শুরু হয় মৃত্যু মিছিল।

কাল্লাকুরিচি, সালেম, ভিল্লুপুরমের সরকারি হাসপাতালে এখনও ১১৫ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবারই মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ হিসেবে ১০ লক্ষ টাকা ও যাদের চিকিৎসা চলছে তাদেরকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমমন্ত্রী এম কে স্ট্যালিন।

বিষাক্ত মিথানলের জেরেই এই ঘটনা ঘটেছে। সস্তার এই মদ যারা কিনে খেয়েছিল, তাদের বেশিরভাগই দিনমজুর। অভিযোগ, এই প্রথম নয়, আগেও তামিলনাড়ুতে বিষমদের রমরমা ছিল। এই ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।

 

দেশ - এর থেকে আরোও খবর

Kallakurichi hooch tragedy methanol Kallakurichi

Leave a comment