পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলার পর বিহার। এবার গণপিটুনির শিকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গেছে, নিট দুর্নীতি মামলার তদন্তে নেমে বিহারে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল। সেখানে গিয়ে গ্রামবাসীদের হাতে কার্যত গণপিটুনি খেলেন সিবিআই অধিকারিকরা। ভাঙচুর চালানো হয় তাদের গাড়িতে। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা শুরু হয়। স্থানীয় পুলিশের সহযোগিতায় সিবিআইয়ের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বিরোধীদের ঔদ্ধত্ব ভাঙবে বিজেপি: হুঁশিয়ারি শাহের
সিদ্দারামাইয়া বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিলেন কর্নাটকের রাজ্যপাল
কর্নাটক হাইকোর্টে সাময়িক স্বস্তি সিদ্দারামাইয়ার, পরবর্তী শুনানি ২৯ আগস্ট
উল্লেখ্য,ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সংশ্লিষ্ট ঘটনায় তদন্তে নেমে এক মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে বিহারে পৌঁছান কেন্দ্রীয় সংস্থা। শনিবার সকাল ১০ টা নাগাদ বিহারের নওয়াদা জেলার রজৌলিতে উপস্থিত হন তারা। রাজ্যের কাশিয়াড়ি গ্রামের একদল বাসিন্দা তাদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় রাজৌলি থানাকে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের বাসিন্দাদের দাবি ভুয়ো অফিসার ভেবেই তাঁদের উপর এই হামলা চলে। তবে এত কিছুর পরও মোবাইল লোকেশনের সূত্র ধরে ২ টি মোবাইল বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিবিআই আধিকারিকদের উপর হামলার ঘটনায় এক মহিলা-সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি রজৌলি থানায় ৮ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। প্রায় ১৫০-২০০ জনের অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত নেমছে পুলিশ। হামলার ঘটনায় ভিডিয়ো ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে পুলিশ।