Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা

Bipasha Chakraborty

Published: 07 September, 2024, 02:58 PM
ফের রেল দুর্ঘটনা, লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা


পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেন দুর্ঘটনা কিছুতেই পিছু ছাড়ছে না। ফের লাইন থেকে ছিটকে গেল কোচ। আতঙ্কিত যাত্রীরা। ফের রেল দুর্ঘটনা প্রশ্নের মুখে। পুরনো রেকের কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন রেলের আধিকারিকরা। শনিবার ভোরে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটনা। সোমনাথ এক্সপ্রেসের দুটি কামরা ছিটকে যায়। ফলে ট্রেনের গতি কম থাকায় কোনও বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ আচমকা এই ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে গুজরাতের সোমনাথ পর্যন্ত যায় সোমনাথ এক্সপ্রেস। এদিন সকালে ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর দুর্ঘটনা ঘটে। জব্বলপুর থেকে মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়। ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু না হলে কী কারণে এই দুর্ঘটনা তা সঠিকভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। 

Leave a comment