Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

অসমে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাজিরাঙা জঙ্গল, ১০টি একশৃঙ্গ গণ্ডার সহ ২০০ বন্যপ্রাণের মৃত্যু

ইমামা খাতুন

Published: 16 July, 2024, 05:58 PM
অসমে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত কাজিরাঙা জঙ্গল, ১০টি একশৃঙ্গ গণ্ডার সহ ২০০ বন্যপ্রাণের মৃত্যু

পুবের কলম,ওয়েবডেস্ক:  ব্যাপক বন্যায় বিপর্যস্ত অসম। জলের তোড়ে  ভেসে গেছে একাধিক বাড়ি। বাদ পড়েনি অবলা প্রাণী। অসমের সাম্প্রতিক বন্যায় মারা পড়েছে একাধিক বন্যাপ্রাণী। বন দফতর সূত্রের খবর, এবারের বন্যায় ১০টি গন্ডার-সহ ২০০টি পশু-পাখির মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ১০টি গন্ডার, ১৭৯টি বিলুপ্তপ্রায় বরা বা প্যারা হরিণ, বারশিঙ্গা হরিণ, একটি ম্যাকাও, ২টি অন্য পাখি, একটি পেঁচা এবং ২টি সম্বর হরিণ। বিগত কয়েকদিনের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গন্ডারের জন্য বিশ্বখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একাংশ ও ৪৬টি নজরদারি শিবির এখনও পুরোপুরি জলের তলায় ডুবে আছে। 

গত মে মাস থেকে অতিবৃষ্টির জেরে ব্রহ্মপুত্র সহ উত্তর-পূর্ব রাজ্যের একাধিক নদনদী বিপদ সীমার ওপর চলে গেছে। দফায় দফায় বন্যাও হয়েছে।  যার ফলে কয়েক লক্ষ মানুষ কমবেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত  হয়েছে ১৩০০ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত কাজিরাঙা জঙ্গল। যা দেশের অন্যতম একটি বড় ও বিচিত্র সৌন্দর্যে ঘেরা বনাঞ্চল। পৃথিবীর সব প্রান্ত থেকে পর্যটক আসেন কাজিরাঙা দেখতে। যার অন্যতম মধ্যমণি একশৃঙ্গ গণ্ডার।  পরিসংখ্যান বলছে, পৃথিবীতে সবথেকে বেশি একশৃঙ্গ গণ্ডার কাজিরাঙাতেই আছে। গণ্ডার ছাড়াও এখানে রয়েছে ১৩৫টি বাঘ। 

সূত্রের খবর , গত আট বছরে অসমের বন্যায় ৮৫টি গণ্ডারের মৃত্যু হয়েছে। ২০১৭ সালে সর্বাধিক ২৪টি গণ্ডারের মৃত্যু হয়।  
 

Leave a comment