Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

মহিলাদের ঋতুকালীন ছুটি নিয়ে কেন্দ্রকে নীতিমালা তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

Kibria Ansary

Published: 08 July, 2024, 03:17 PM
মহিলাদের ঋতুকালীন ছুটি নিয়ে কেন্দ্রকে নীতিমালা তৈরি করতে বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৮ জুলাই: মহিলাদের ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার ফলে তাঁদের কর্মক্ষেত্র থেকে বঞ্চিত করা হতে পারে বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, এটি আদালতের দেখার বিষয় নয়।

ঋতুকালীন ছুটির নীতি প্রণয়নের জন্য কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ দেওয়ার জন্য একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। সোমবার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, "এই ধরনের ছুটি বাধ্যতামূলক করার ফলে মহিলারা কর্মক্ষেত্র থেকে দূরে সরে যাবেন। আমরা চাই না, নারীদের সুরক্ষার জন্য তাদের অসুবিধায় পড়তে হয়।" একইসঙ্গে প্রধান বিচারপতি বলেছেন, "এটি আসলে সরকারের নীতিগত দিক এবং আদালতের দেখার বিষয় নয়।"

আদালত বলেছে, বিষয়টি একাধিক নীতিগত দিকের সাথে সম্পর্কিত। এখানে আদালতের হস্তক্ষেপ করার কোনও কারণ নেই। আমরা আবেদনকারীকে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সচিব এবং অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটির কাছে যাওয়ার অনুমতি দিচ্ছি। আমরা সচিবকে অনুরোধ করছি নীতি নির্ধারণ পর্যায়ে বিষয়টি খতিয়ে দেখে সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে একটি মডেল নীতিমালা প্রণয়ন করা যায় কিনা। আদালত আরও বলেছে, এই রায়ে কোনও রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না।

প্রসঙ্গগ, বর্তমানে বিহার ও কেরল দেশের মাত্র দুটি রাজ্য যেখানে ঋতুকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। বিহারে মহিলা কর্মীদের জন্য দু'দিনের ছুটি নীতি থাকলেও কেরলে মহিলা পড়ুয়াদের জন্য তিন দিনের ছুটির বিধান রয়েছে।

Leave a comment