Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

খালিস্তানি নেতা পান্নুনের দলের উপর নিষেধাজ্ঞা বাড়ল আরও ৫ বছর

ইমামা খাতুন

Published: 09 July, 2024, 08:02 PM
খালিস্তানি নেতা পান্নুনের দলের উপর নিষেধাজ্ঞা বাড়ল আরও ৫ বছর

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চরমপন্থী শিখনেতা ও খালিস্তানের উগ্র সমর্থক গুরপতবন্ত পান্নুনের দল শিখ ফর জাস্টিসের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দিল।

২০১৯ সালে এই সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি, একতা ও সংহতি বিপন্নকারী দল শিখ ফর জাস্টিসের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। এই সংগঠন দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র অনুসারে, এই এসএফজি সংগঠন পাঞ্জাবে দেশবিরোধী এবং বিধ্বংসী কাজে যুক্ত ছিল। ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় সংহতির জন্য বিপজ্জনক এই সংস্থা। এই সংস্থা জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং ভারতের অঙ্গ কেটে আলাদা খালিস্তান সার্বভৌম রাষ্ট্র গঠনে বিশ্বাসী। দেশের ভিতর এবং দেশের বাইরেও এই সংগঠন ভারত বিরোধী কাজে উৎসাহ দিতে থাকে।

উল্লেখ্য, গুরপতবন্ত সিং পান্নুনকে সন্ত্রাসী ঘোষণা করেছে ভারত। আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা এই পান্নুন বেশকয়েকটি দেশে ভারত বিরোধী কর্মসূচি গ্রহণ করে। খালিস্তানের পতাকা ওড়ানো, অমৃতসর স্বর্ণ মন্দিরে সেনার গুলিতে নিহত  খালিস্তানি নেতা ভিন্দ্রানওয়ালার ছবি ও ব্যানার লাগানো ভারতীয় দূতাবাসে। খালিস্তানের পক্ষে গণভোটে আয়োজন ইত্যাদি কাজ করায় ভারতের বিদেশ মন্ত্রক পান্নুনের দলকে জঙ্গি তালিকায় রেখে পান্নুন দেশে ফেরত পাওয়ার বহু চেষ্টা করে। তবে পান্নুনকে জঙ্গি ঘোষণা করা হলেও তার বড় সমর্থক খালিস্তানি নেতা ভোটে জিতে লোকসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন কদিন আগে।

Leave a comment